নয়াদিল্লি: দিল্লির হোম ম্যাচে তিনি উপস্থিত থাকবেন। এ খবর ছিল আগেই। প্রত্যাশামতোই দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম গুজরাট টাইটান্স (Gujrat Titans) ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে দেখা গেল ঋষভ পন্থকে। গত বছর দুর্ঘটনার পর এই প্রথম বার মাঠে এলেন পন্থ। ম্যাচ শুরু হতেই গ্যালারিতে বসে থাকা পন্থকে (Rishabh Pant) তাক করল ক্যামেরা। সাদা টি শার্ট ও কালো চশমা পরিহিত পন্থের হাতে রয়েছে ক্রাচ। কারও সাহায্য ছাড়াই হাঁটছেন। নিয়মিত ক্যাপ্টেনকে গ্যালারিতে দেখেই উত্তেজিত দিল্লি ক্যাপিটালসের সমর্থকরা (IPL 2023)। দুর্ঘটনায় জখম ক্রিকেটারকে কতটা মিস করছেন সমর্থকরা তা বোঝা গেল কোটলার গ্যালারি দেখে। দিল্লির ১৭ নম্বর জার্সির বড় ব্যানারে লেখা, “আরপি ১৭, উই মিস ইউ।” বিস্তারিত TV9 Bangla–র এই প্রতিবেদনে।
ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। ভিডিয়োতে পৃথ্বী শ, অক্ষর প্যাটেল, রোভম্যান পাওয়েল, কুলদীপ যাদব, কমলেশ নাগারকোটিরা পন্থের উদ্দেশে বার্তা দেন। সবার মুখে পন্থের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা। ভিডিয়োতে পৃথ্বী বললেন, তুমি যেভাবে সুস্থ হচ্ছ ‘তাতে খুব খুশি। নিজে নিজেই হাঁটতে পারছ। দেখে ভালো লাগছে।’ ম্যাচের আগে দলের সদস্যদের সঙ্গে পন্থ দেখা করেছেন কি না জানা নেই। দিল্লি ক্যাপিটালসের তরফে এখনও কোনও ভিডিয়ো পোস্ট করা হয়নি। ম্যাচ চলাকালীন দেখা গিয়েছে পন্থের পাশে বসে রয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। দু’জনে আলোচনা করছেন। ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস। নিয়মিত ক্যাপ্টেনের উপস্থিতিতে মরসুমের প্রথম জয় তুলে নিতে চেয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু ভাগ্য বদলায়নি। লখনৌয়ের পর গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও হেরেছে ক্যাপিটালস।
So the boy @RishabhPant17 in house pic.twitter.com/DgkVazDBQO
— vipul kashayp (@kashyapvipul) April 4, 2023
দুর্ঘটনার জেরে দুই হাঁটুতে অস্ত্রোপচারের পর আগের থেকে ঋষভ এখন অনেকটাই সুস্থ। সাহায্য ছাড়াই নিজে নিজে হাঁটছেন। প্রাক্তন, বর্তমান ক্রিকেটাররা পন্থকে দেখতে তাঁর বাড়িতে যাচ্ছেন। সম্পূর্ণ ভাবে সুস্থ হতে হয়তো গোটা বছরটাই লেগে যাবে তাঁর। এ বারের আইপিএল শুরু হওয়ার আগে দিল্লি ক্যাপিটালস জানিয়েছিল, ঋষভ সবসময় তাদের দলের অংশ হয়ে থাকবেন। তাই ১৬তম সংস্করণের প্রথম হোম ম্যাচে ঋষভকে স্টেডিয়ামে নিয়ে আসার উদ্যোগ নেয় ডিডিসিএ এবং দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ডাগ আউটে পন্থের ১৭ নম্বর জার্সি ঝুলিয়ে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। এই মুহূর্তে দিল্লি টিমে না খেললেও পন্থ যে দলের অবিচ্ছেদ্য অংশ তা বোঝাতেই ক্যাপিটালসের এত আয়োজন।