নয়াদিল্লি: দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেক হচ্ছে বাংলার তরুণ উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েলের (Abhishek Porel)। ঋষভ পন্থের পরিবর্ত হিসেবে অভিষেককে দলে নিয়েছিল দিল্লি (DC vs GT)। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি অভিষেক। তবে দ্বিতীয় ম্যাচেই বাংলার তরুণ কিপার ব্যাটারের উপর ভরসা রাখলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার (IPL 2023)। লখনৌয়ের বিরুদ্ধে সরফরাজ খানকে পরীক্ষা করে দেখে নিয়েছে দিল্লি। ব্যাটার সরফরাজকে নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু উইকেটের পিছনে তিনি খুব একটা স্বচ্ছন্দ নন। প্রথম ম্যাচেই টের পেয়েছে দিল্লি। তাই ঝুঁকি না নিয়ে দ্বিতীয় ম্যাচেই স্পেশালিস্ট উইকেটকিপার হিসেবে বাংলার অভিষেককে বেছে নিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। মঙ্গলবারের দিল্লি বনাম গুজরাট ম্যাচে দুই দলেই আজ উইকেটের পিছনে দায়িত্ব সামলাবেন বাংলার ক্রিকেটাররা। একদিকে তরুণ অভিষেক ও অপরদিকে অভিজ্ঞ ঋদ্ধিমান সাহা। বিস্তারিত TV9 Bangla-য়।
গত মাসে শেষ হওয়া রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে দারুণ পারফর্ম করেছিলেন ২০ বছরের অভিষেক পোড়েল। ফাইনাল ম্যাচে ছিল ঝকঝকে অর্ধশতরান। কয়েকটি চোখ ধাঁধানো ক্যাচ রয়েছে তাঁর। এছাড়া ২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের স্কোয়াডের অনেকের কোভিড হওয়ায় ব্যাক আপ হিসেবে ডাক পেয়েছিলেন। যদিও আইপিএলের নিলামে ছিলেন না অভিষেক। ২০২৩ আইপিএল শুরুর আগে ফেব্রুয়ারি মাসে কলকাতায় দিল্লি ক্যাপিটালসের তিনদিনের শিবিরে যোগ দিয়েছিলেন অভিষেক। ক্যাম্পের শেষদিনে চোখের নিচে মারাত্মক চোট পান। সুস্থ হওয়ার পর দিল্লি ক্যাপিটালসের ট্রেনিং ক্যাম্পে যোগ দেন। সেখানে অভিষেক ছাড়াও ছিলেন লুভনিথ সিসোদিয়া, শেলডন জ্যাকসন ও বিবেক সিংয়ের মতো কিপাররা। তবে পন্থের বিকল্প হিসেবে ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস বেছে নেয় অভিষেক পোড়েলকে। দ্বিতীয় ম্য়াচেই অভিষেক হচ্ছে পোড়েলের।
দিল্লি বনাম গুজরাট ম্যাচে আজ একঝাঁক বাংলার ক্রিকেটারকে খেলতে দেখা যাবে। দুই দলেরই একাদশে রয়েছেন দু’জন করে বাংলার ক্রিকেটার। দিল্লি ক্যাপিটালসে অভিষেক পোড়েল এবং মুকেশ কুমার। গুজরাটের একাদশে রয়েছেন ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ সামি।