Shreyas Iyer: বাধ্য হয়েই সিদ্ধান্ত বদল? চোটের অপারেশন করাতে বিদেশে যাচ্ছেন শ্রেয়স

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 04, 2023 | 7:59 PM

IPL 2023 and WTC Final: কলকাতা নাইট রাইডার্সের হয়ে এ বারের আইপিএলে খেলতে পারবেন না শ্রেয়স। পাওয়া যাবে না টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও।

Shreyas Iyer: বাধ্য হয়েই সিদ্ধান্ত বদল? চোটের অপারেশন করাতে বিদেশে যাচ্ছেন শ্রেয়স
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: অস্ত্রোপচার নাকি করাবেন না! আইপিএলের (IPL 2023) কথা ভেবে? নাকি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য? এই নিয়ে উঠছিল কথা। একই সঙ্গে অনেকেই বলতে শুরু করেছিলেন, বড় বেশি ঝুঁকি নিয়ে ফেলছেন। ভবিষ্যতের কথা ভেবে অপারেশন করানো উচিত। এত প্রশ্নের মুখে, নাকি বোর্ডের চাপের সামনে নতিস্বীকার করলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)? এই প্রশ্ন আপাতত তুলে রাখতে হচ্ছে। করাবেন না ভেবেও শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে চলেছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এ বারের আইপিএলে খেলতে পারবেন না শ্রেয়স। পাওয়া যাবে না টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও। আইপিএল শুরু হয়ে গিয়েছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর হেরেও গিয়েছে তাদের প্রথম ম্যাচ। তারই মধ্যে শ্রেয়স নিয়ে নিলেন পিঠে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত। ম্যাচের TV9 Bangla-য়।

কেকেআরের ক্যাপ্টেন কেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন? বোর্ডের এক কর্তা বললেন, ‘শ্রেয়স ওর পিঠের চোটের জন্য বিদেশে অপারেশন করাতে যাচ্ছে। বেশ কয়েক মাস ও মাঠে নামতে পারবে না। পুরোপুরি রিহ্যাব করাতে হবে ওকে।’

৭ জুন লন্ডনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে বিশ্বকাপ। কোন ইভেন্ট গুরুত্বপূর্ণ হওয়া উচিত শ্রেয়সের কাছে, তা নিয়ে কথা উঠছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপকেই হয়তো বেছে নিলেন। পিঠের চোট নতুন নয় শ্রেয়সের। এর আগেও চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। সেই পুরনো চোটই আবার ফিরে এসেছে। এমনও শোনা যাচ্ছিল, রিহ্যাব করে চোট সারাতে চেয়েছিলেন। সে ক্ষেত্রে আইপিএলের দ্বিতীয়ার্ধে তিনি মাঠে ফিরতে পারতেন। আর সেই লক্ষ্যে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগও দিয়েছিলেন। কিন্তু বোর্ডের চিকিৎসকদের পরামর্শই শেষ পর্যন্ত মানতে হল তাঁকে। কবে শ্রেয়সের অস্ত্রোপচার করানো হবে, কোন দেশে হবে অপারেশন, তা এখনও জানানো হয়নি। বুমরার মতো নিউজিল্যান্ডে পাঠানো হতে পারে তাঁকে, এমনও খবর।

শ্রেয়সের বদলে কেকেআর ইতিমধ্যে নতুন নেতা হিসেবে নীতীশ রানাকে বেছে নিয়েছে। তবু একটা ক্ষীণ আশা ছিল, শ্রেয়স ফিরতে পারেন টিমে। তা আর এই মরসুমে হচ্ছে না।

Next Article
DC vs GT Highlights, IPL 2023 : টানা দ্বিতীয় ম্যাচে জয় গুজরাট টাইটান্সের
RR vs PBKS Live Streaming, IPL 2023: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস ম্যাচ