নয়াদিল্লি: জোরদকমে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ। আগামী ২ মাস ধরে চলবে বিনোদনে ভরপুর আইপিএল। আগামী কাল আইপিএল-১৬-র (IPL) ম্যাচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও পঞ্জাব কিংস (Punjab Kings)। দুটি দলই প্রথম ম্যাচে জয় দিয়ে আইপিএলে অভিযান শুরু করেছে। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে গত বারের রানার্স টিম রাজস্থান রয়্যালস। পঞ্জাব কিংস ঘরের মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এ বার মুখোমুখি হচ্ছে এই দুটি দল। রাজস্থান ও পঞ্জাব, উভয় দলই জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে নামবে।
বুধবারের ম্যাচটি রাজস্থানের হোম ম্যাচ। তবে খেলা হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। কেন? দেশের উত্তর-পূর্বের কোনও আইপিএল টিম নেই। দেশের এই অংশে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার রাজস্থান রয়্যালস উদ্যোগ নিয়েছে। তাই গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামকে রাজস্থান তাদের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে। রাজস্থানের মোট দুটি ম্যাচ খেলা হবে এই স্টেডিয়ামে। আইপিএলের ১৬ বছরের ইতিহাসে এই প্রথমবার উত্তর-পূর্ব ভারতে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদীর তীরে ৫ ও ৮ এপ্রিল যথাক্রমে পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে রাজস্থান রয়্যালস। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন আইপিএল-১৬-তে দিল্লি বনাম গুজরাটের ম্যাচ।