RR vs PBKS Live Streaming, IPL 2023: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 04, 2023 | 7:30 PM

Rajasthan Royals vs Punjab Kings, IPL Live Streaming: আইপিএলের ১৬তম সংস্করণ চলছে। আগামী কাল রয়েছে রাজস্থান বনাম পঞ্জাব ম্যাচ।

RR vs PBKS Live Streaming, IPL 2023: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস ম্যাচ
Image Credit source: গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

নয়াদিল্লি: জোরদকমে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ। আগামী ২ মাস ধরে চলবে বিনোদনে ভরপুর আইপিএল। আগামী কাল আইপিএল-১৬-র (IPL) ম্যাচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও পঞ্জাব কিংস (Punjab Kings)। দুটি দলই প্রথম ম্যাচে জয় দিয়ে আইপিএলে অভিযান শুরু করেছে। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে গত বারের রানার্স টিম রাজস্থান রয়্যালস। পঞ্জাব কিংস ঘরের মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এ বার মুখোমুখি হচ্ছে এই দুটি দল। রাজস্থান ও পঞ্জাব, উভয় দলই জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে নামবে।

বুধবারের ম্যাচটি রাজস্থানের হোম ম্যাচ। তবে খেলা হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। কেন? দেশের উত্তর-পূর্বের কোনও আইপিএল টিম নেই। দেশের এই অংশে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার রাজস্থান রয়্যালস উদ্যোগ নিয়েছে। তাই গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামকে রাজস্থান তাদের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে। রাজস্থানের মোট দুটি ম্যাচ খেলা হবে এই স্টেডিয়ামে। আইপিএলের ১৬ বছরের ইতিহাসে এই প্রথমবার উত্তর-পূর্ব ভারতে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদীর তীরে ৫ ও ৮ এপ্রিল যথাক্রমে পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে রাজস্থান রয়্যালস। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন আইপিএল-১৬-তে দিল্লি বনাম গুজরাটের ম্যাচ।

 

  • রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস ম্যাচটি কবে হবে?

 

  • রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কোথায় হবে?

 

  • রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হবে।

 

  • রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কখন শুরু হবে?

 

  • ভারতীয় সময় অনুসারে রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

 

  • কোথায় দেখা যাবে রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

 

  • রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনে বিনামূল্যে দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং (Live streaming) । পাশাপাশি আইপিএল ২০২৩ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
Next Article
Abhishek Porel: দিল্লির হয়ে ডেবিউ অভিষেকের, দুই দলেই আজ বাংলার কিপার
Rishabh Pant: কালো চশমা, হাতে ক্রাচ নিয়ে স্টেডিয়ামে পন্থ, ট্রিবিউট দিল দিল্লির জনতা