ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোনও দিন ট্রফি জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতি বারই প্রত্যাশা বাড়িয়ে খালি হাতেই ফিরতে হয়েছে। এ বার উইমেন্স প্রিমিয়ার লিগ জিতেছে আরসিবি। ফাফ ডুপ্লেসিদের উপর কি বাড়তি চাপ? ঘরের মাঠে আরসিবির প্রথম ম্যাচ। হার দিয়ে এ বারের টুর্নামেন্ট শুরু হয়েছে বিরাট কোহলিদের। ফলে ঘরের মাঠে জিততে মরিয়া।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ফাফ ডুপ্লেসি টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন। উইমেন্স প্রিমিয়ার লিগ জেতায় কি বাড়তি চাপ? মুরলী কার্তিকের প্রশ্নে ফাফ ডুপ্লেসি বলছেন, ‘ওরা প্রথম ট্রফি জিতেছে। যেই জিতুক আরসিবি জিতেছে এটাই আসল। এখন আর কেউ বলতে পারবে না আরসিবি ট্রফি জেতেনি। আশা করছি আমরাও ট্রফি জিতে ডাবল করতে পারব।’ গত ম্যাচের টিমই ধরে রেখেছে আরসিবি ও পঞ্জাব।
আরসিবি একাদশ: ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, আলজারি জোসেফ, যশ দয়াল, মায়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ।
ইমপ্যাক্ট পরিবর্ত-সূয়াশ প্রভুদেশাই, মহিপাল লোমরোর, করন শর্মা, বিজয়কুমার বিশাখ, স্বপ্নিল সিং
পঞ্জাব একাদশ: শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, স্যাম কারান, জীতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিং, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, রাহুল চাহার।
ইমপ্যাক্ট পরিবর্ত: অর্শদীপ সিং, রাইলি রোসো, তনয় ত্যাগরাজন, হরপ্রীত ভাটিয়া, বিদ্বথ কাভেরাপ্পা