GT vs RCB IPL 2024 Match Prediction: প্রিন্স বনাম কিং! টিকে থাকার লড়াইয়ে টাইটান্সের সামনে আরসিবি

Apr 28, 2024 | 12:10 AM

Gujarat Titans vs Royal Challengers Bengaluru Preview: শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স পয়েন্ট টেবলে কিছুটা ভালো জায়গায়। তবে একেবারেই ধারাবাহিক নয়। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ের খুব কাছ থেকে ফিরেছে টাইটান্স। ঋষভদের সেই ম্যাচে লজ্জার রেকর্ড গড়েছেন টাইটান্সের অভিজ্ঞ পেসার মোহিত শর্মা। টুর্নামেন্টের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান দেওয়ার নজির।

GT vs RCB IPL 2024 Match Prediction: প্রিন্স বনাম কিং! টিকে থাকার লড়াইয়ে টাইটান্সের সামনে আরসিবি
Image Credit source: X

Follow Us

ভারতীয় ক্রিকেটের কিং এবং প্রিন্স। আমেদাবাদে মুখোমুখি বিরাট কোহলি ও শুভমন গিল। দু-জনের ফর্ম ওঠানামা করছে। তেমনই টিমের পারফরম্যান্সও। টানা ছয় ম্যাচ হেরে খাদের কিনারায় ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখান থেকে খুব একটা উন্নতি হয়েছে তা নয়। তবে টানা সাতটি হারের লজ্জা কাটিয়েছে। গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছে আরসিবি। সেটাই যেন অক্সিজেন।

শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স পয়েন্ট টেবলে কিছুটা ভালো জায়গায়। তবে একেবারেই ধারাবাহিক নয়। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ের খুব কাছ থেকে ফিরেছে টাইটান্স। ঋষভদের সেই ম্যাচে লজ্জার রেকর্ড গড়েছেন টাইটান্সের অভিজ্ঞ পেসার মোহিত শর্মা। টুর্নামেন্টের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান দেওয়ার নজির।

টাইটান্স টিমে সবচেয়ে বড় অস্বস্তি কম্বিনেশন। প্রতিনিয়ত নানা বদল। সেরা কম্বিনেশন এখনও খুঁজে পায়নি টাইটান্স। সেটাই যেন বড় সমস্যা। তার উপর ক্যাপ্টেন শুভমন গিলের ফর্ম আরও বড় চিন্তার। আইপিএলের মতো বড় মঞ্চেই নেতৃত্বের হাতেখড়ি শুভমন গিলের। দুই ভূমিকা পালন তাঁর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে, আপাত দৃষ্টিতে তেমনই মনে হয়। প্রিন্সের যেমন ফর্ম চিন্তার, কিং কোহলির স্ট্রাইকরেট তেমনই। পেসারদের বিরুদ্ধে যাও বা কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করতে পারছেন, স্পিনারদের বিরুদ্ধে অস্বস্তিতে দেখাচ্ছে বিরাটকে।

গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। এ বারের আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়েও রয়েছেন। যদিও গত ম্যাচে তাঁর মন্থর ইনিংস বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সুনীল গাভাসকরের মতো কিংবদন্তির কাছেও। আমেদাবাদে একদিকে যেমন দুই নড়বড়ে টিমের লড়াই তেমনই বর্তমান ও ভবিষ্যৎ তারকার।

Next Article