ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে-অফ কার্যত নিশ্চিত কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের। যদিও সরকারি ভাবে কোনও টিমই নিশ্চিত নয়। তবে এখান থেকে শীর্ষে থাকা দু-দলের নিশ্চিত ধরে নেওয়া যায়। ঠিক একই ভাবে পয়েন্ট টেবলে দশম স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের বিদায়ও কার্যত নিশ্চিত ধরা যায়। যদিও অঙ্কের বিচারে নয়। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে প্রতিটা ম্যাচ নতুন লাইফলাইন। আজকের ম্যাচে হারলে আর কোনও অঙ্কই থাকবে না মুম্বই ইন্ডিয়ান্সের জন্য।
ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিশাল স্কোর করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। বলা যায়, সেই ম্যাচ থেকেই হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইন আপের দুরন্ত পারফরম্যান্স শুরু হয়েছিল। মাঝে কয়েক ম্যাচে খেই হারালেও গত ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে সানরাইজার্স। তাদের মূল শক্তি ব্যাটিং। আইপিএলের ইতিহাসে সর্বাধিক স্কোরের রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। গত ম্যাচে জিতিয়েছে তাদের বোলিং। সে কারণেই ওয়াংখেড়েতে আরও কঠিন চ্যালেঞ্জের সামনে মুম্বই ইন্ডিয়ান্স।
এ মরসুমে ১১ ম্যাচের মধ্যে মাত্র তিনটি জয়। মুম্বই ইন্ডিয়ান্সের ঝুলিতে মাত্র ৬ পয়েন্ট। নেট রান রেটও মাইনাসের ঘরে। বাকি তিন ম্যাচে জিতলেও প্লে-অফে যাওয়া কার্যত অসম্ভব হার্দিকদের। নেট রান রেটেও বাকিদের ছাপিয়ে যেতে হবে। সানরাইজার্স ম্যাচে মরণ কামড় দেওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই মুম্বইয়ের সামনে। আরও পরিষ্কার করে বললে, বাকি তিন ম্যাচ মুম্বইয়ের কাছে শুধুমাত্র মর্যাদার লড়াই। তাদের কাছে হারানোর কিছুই নেই। এটাই যেন ‘ইতিবাচক’ দিক!