KKR vs RCB Confirmed Playing XI, IPL 2025: KKR বিপাকে? চেজমাস্টার বিরাটের জন্য টসে জিতে ফিল্ডিং রজতের
Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru Confirmed Playing XI in Bengali: ইডেনে কেকেআর-আরসিবির মেগা ম্যাচ। টস ভাগ্য সঙ্গ দেয়নি অজিঙ্ক রাহানের। টস জয়ের সুবিধা কাজে লাগিয়ে ফিল্ডিং বেছে নিয়েছেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত।

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ঢাকে কাঠি। এ বার বল মাঠে গড়ানোর পালা। দেখতে দেখতে ১৮ বছরে পা দিল এই টুর্নামেন্ট। বার বার এই ম্যাচ ঘিরে বৃষ্টির কথা শোনা গিয়েছিল। আপাতত নির্বিঘ্নে টস অবধি হয়েছে। শুরুটা হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে। তারপর সেই মাহেন্দ্রক্ষণ। এ বারের আইপিএলের প্রথম ম্যাচে টস হেরেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে। টস জিতে প্রথমে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিং চ্যালেঞ্জ দিলেন আরসিবির অধিনায়ক রজত পাতিদার।
টস জিতে আরসিবি অধিনায়ক রজত বলেন, “আমরা প্রথমে বোলিং করব। পিচ কঠিন মনে হচ্ছে। আরসিবি দলকে নেতৃত্ব দিতে পেরে ভালো লাগছে। সেরা প্লেয়ারদের থেকে শেখার একটা দারুণ সুযোগ পেয়েছি। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। শেষ ১০-১৫ দিন প্রস্তুতি ভালো হয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে কিছুটা চাপে রয়েছি। ৩ ফাস্ট বোলার, ২ স্পিনারে যাচ্ছি।”
কেকেআর অধিনায়ক রাহানে টসের পর বলেন, “এই অসাধারণ ফ্র্যাঞ্চাইজির হয়ে নেতৃত্ব দিতে পেরে ভালো লাগছে। কোর গ্রুপ একই রয়েছে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। শেষ ১০ দিন আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। টস তো হাতে থাকে না। আশা করি ভালো ব্যাটিং করব। এবং সামনের দিকে এগিয়ে থাকব। দলের সকলকে স্বাধীনতা দেওয়ায় বিশ্বাসী। টস জিতলে ফিল্ডিং বেছে নিতাম। ৩ জোরে বোলার, ২ স্পিনারে যাব।”
আরসিবির একাদশ – বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুণাল পান্ডিয়া, রশিক সালাম দার, সূয়াশ শর্মা, জস হ্যাজলউড, যশ দয়াল। (ইমপ্যাক্ট সাব – দেবদত্ত পাড়িক্কাল, অভিনন্দন সিং, মনোজ ভান্ডাগে, রোমারিও শেফার্ড, স্বপ্নিল সিং)।
কেকেআরের একাদশ – কুইন্টন ডি’কক, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, অংকৃশ রঘুবংশী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেনসর জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী (ইমপ্যাক্ট সাব – অনরিখ নর্টজে, মনীশ পান্ডে, বৈভব আরোরা, অনুকূল রায়, লাভনীত সিসৌদিয়া।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।





