IPL 2025, KKR: কেকেআর ব্যাটারদের ‘নার্সারিতে’ ফেরার ডাক মেন্টর ডোয়েন ব্র্যাভোর!

Apr 02, 2025 | 10:15 PM

KKR vs SRH, Dwayne Bravo: আত্মবিশ্বাস সঙ্গী করেই মুম্বই পাড়ি দিয়েছিলেন রাহানেরা। কিন্তু অস্বস্তিই সঙ্গী হয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মাত্র ১১৬ রানেই অলআউট। ৮ উইকেটের বড় ব্যবধানে হার। কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে স্বীকার করে নিয়েছিলেন, ব্যাটিং ব্যর্থতার জন্যই এই হার।

IPL 2025, KKR: কেকেআর ব্যাটারদের নার্সারিতে ফেরার ডাক মেন্টর ডোয়েন ব্র্যাভোর!
Image Credit source: PTI

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এ বার ঘরের মাঠে অভিযান শুরু করেছিল কেকেআর। ইডেন গার্ডেন্সে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার দিয়ে শুরু। এরপর অবশ্য অ্যাওয়ে ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসকে বড় ব্যবধানে হারিয়েছিল কেকেআর। আত্মবিশ্বাস সঙ্গী করেই মুম্বই পাড়ি দিয়েছিলেন রাহানেরা। কিন্তু অস্বস্তিই সঙ্গী হয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মাত্র ১১৬ রানেই অলআউট। ৮ উইকেটের বড় ব্যবধানে হার। কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে স্বীকার করে নিয়েছিলেন, ব্যাটিং ব্যর্থতার জন্যই এই হার।

ঘরের মাঠে কাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ। তার আগে কেকেআরের মেন্টর ডোয়েন ব্র্যাভো ব্যাটারদের বিশেষ বার্তা দিলেন। এখান থেকে ঘুরে দাঁড়ানোর সহজ উপায়, ক্রিকেটের বেসিক-এ ফেরা। সানরাইজার্স ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ব্র্যাভো বলেন, ‘আমাদের ব্যাটিং বিভাগ প্রসঙ্গে বলতে পারি, খুবই আগ্রাসী। কিন্তু এটা ক্রিকেট নয়।’

ডোয়েন ব্র্যাভো যোগ করেন, ‘টিমের প্রতি আমার একটাই বার্তা, বিশেষ করে ব্যাটারদের বলতে চাই, ক্রিকেটে প্রাথমিক যে বিষয়গুলো প্রয়োজন সেগুলোই করো। বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলতে হবে। যা শিখেছো, সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। বেসিক ঠিক থাকলেই ভালো পারফর্ম করা সম্ভব। ওদের বুঝতে হবে, ব্যাটিং কেন ফ্লপ করছে। কোচ হিসেবে আমরা কাজগুলো সহজ করে দিতে চাই। এমন অনেক ক্রিকেটীয় শট রয়েছে, যেগুলো খেলেও টি-টোয়েন্টিতে রান করা যায়।’ যদিও তিন ম্যাচে দুটো হার নিয়ে প্যানিক হতে নারাজ ব্র্যাভো। টুর্নামেন্টে এখনও অনেকটা রাস্তা বাকি, ঘুরে দাঁড়ানোর সুযোগও।