IPL 2025 Auction: বোলাররা নিয়ে গেলেন ২৩৩ কোটি! ঠাঁই পাবেন পন্থ-ঈশানদের সামনে?

অভিষেক সেনগুপ্ত | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 26, 2024 | 1:59 PM

IPL 2025 Mega Auction: চার আর ছয়ের আতঙ্কে কাটাতে হয় তাঁদের। সেই বোলাররাই কিন্তু ব্যাটারদের পিছনে ফেলেছেন। ৫৭৭ জন ক্রিকেটার নিলামে উঠেছিলেন। তার মধ্যে ৩৬৭জন ভারতীয়। ২১০জন বিদেশি। সব শেষে দেখা যাচ্ছে, আইপিএলের নিলাম থেকে বোলারদের আয় ব্যাটারদের থেকে বেশি।

IPL 2025 Auction: বোলাররা নিয়ে গেলেন ২৩৩ কোটি! ঠাঁই পাবেন পন্থ-ঈশানদের সামনে?
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: আইপিএলের সবচেয়ে দামি ১০ ক্রিকেটার নিয়ে গিয়েছেন প্রায় ১৮০ কোটি। শুধু ব্যাটারদের অ্যাকাউন্টে ঢুকেছে ২১২.৫০ কোটি। যা দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। আইপিএলের নিলামে বেস প্রাইস যা ছিল, পাকিস্তান ক্রিকেট টিমের অনেকে সারা বছরে পান না। এ নিয়ে যখন হইচই তখন কিন্তু ব্যাটারদের পাল্টা ছয় মেরেছেন বোলাররা। আইপিএল ব্যাটারদেরই দুনিয়া। বোলাররা ঠাঁই পর্যন্ত পান না। চার আর ছয়ের আতঙ্কে কাটাতে হয় তাঁদের। সেই বোলাররাই কিন্তু ব্যাটারদের পিছনে ফেলেছেন। ৫৭৭ জন ক্রিকেটার নিলামে উঠেছিলেন। তার মধ্যে ৩৬৭জন ভারতীয়। ২১০জন বিদেশি। সব শেষে দেখা যাচ্ছে, আইপিএলের নিলাম থেকে বোলারদের আয় ব্যাটারদের থেকে বেশি।

নিলামে ২১২.৫০ কোটি খরচ করা হয়েছে শুধু ব্যাটারদের জন্য। যার মধ্যে ৫৩.৭৫ কোটি খরচ করা হয়েছে ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ারের জন্য। সেখানে কিন্তু বোলারদের জন্য় খরচ হয়েছে ২৩২.৯০ কোটি। যা বেশ অবাক করার মতো বিষয়। এর থেকেই প্রমাণ হচ্ছে, বোলারদের বাজারও বেশ ভালো। বোলারদের জন্য পঞ্জাব কিংস খরচ করেছে সবচেয়ে বেশি। যার মধ্যে শুধু অর্শদীপ সিংকে দেওয়া হয়েছে ১৮ কোটি। অবশ্য শ্রেয়স যখন রয়েছেন পন্টিংয়ের টিমে, তখন ব্যাটারদের জন্যই খরচ তাদের বেশি হয়েছে, এ আর বলার অপেক্ষা রাখে না। আইপিএলের কিন্তু বোলারদের উপর বেশি ফোকাস করেছে রাজস্থান রয়্যালস। ৩২.৬০ কোটি টাকা খরচ হয়েছে রাহুল দ্রাবিড়ের টিমের। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি কিন্তু ৪১.৪৫ কোটি টাকা খরচ করেছে মিচেল স্টার্ক, নটরাজন, মোহিত শর্মা, দুশমন্ত চামিরার জন্য।

এই খবরটিও পড়ুন

এক-একটা টিমের এক-এক রকম প্ল্যানিং। নিলাম থেকে যেমন রাজস্থান শুধুই বোলারদের তুলেছে, তেমনই ভারসাম্য রেখে দল করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই। আবার কলকাতা নাইট রাইডার্স বেশি করেছে ব্যাটারদের জন্যই। ৩৪.৩৫ কোটি খরচ হয়েছে এর জন্য। আবার বোলারদের জন্য খরচ হয়েছে ১৪.১৫ কোটি।

Next Article