প্রতিবারই দুর্দান্ত পারফর্ম করে রাজস্থান রয়্যালস। যদিও একটা সময়ের পর খেই হারায়। গত মরসুমেও দুর্দান্ত খেলেছিল আইপিএলের প্রথম ট্রফিজয়ী টিম। প্লে-অফে বিদায় নেয় তারা। নতুন মরসুম শুরুর আগে কিছুটা অস্বস্তি ছিল। সেটা অনেকটা কাটল। অপেক্ষা আরও একটা সুখবরের। রাজস্থান রয়্যালসে এ বার কোচ হয়ে ফিরেছেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়। গত বছরই তাঁর কোচিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এ বার রয়্যালসকে আইপিএল চ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের যাত্রা শুরু হচ্ছে ২৩ মার্চ। শুরুতেই তাদের সামনে বিধ্বংসী সানরাইজার্স হায়দরাবাদ। মরসুম শুরুর আগে দ্বিধা ছিল যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসনকে পাওয়া যাবে কি না। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হাতের আঙুলে চোট পেয়েছিলেন সঞ্জু স্যামসন। চিড়ও ধরেছিল। রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে ফিট ঘোষণা করেছে বোর্ডের মেডিক্যাল টিম। যদিও তাঁর ব্যাটিংয়ের ছাড়পত্র মিললেও কিপিংয়ের ক্ষেত্রে বাকি রয়েছে বলে দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।
সঞ্জু কিপিংয়ের ছাড়পত্র না পেলে শুরুর দিকে ধ্রুব জুরেলকে দেখা যেতে পারে এই ভূমিকায়। তবে সঞ্জু স্যামসন সোমবারই জয়পুরে টিমের সঙ্গে যোগ দিচ্ছেন বলে খবর। অন্য দিকে, গোড়ালিতে চোট ছিল যশস্বী জয়সওয়ালেরও। যে কারণে রঞ্জি ট্রফি নকআউট থেকে শেষ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন। যশস্বী অবশ্য আগেই রাজস্থান টিমের সঙ্গে যোগ দিয়েছিলেন। খেলার ছাড়পত্রও পেয়েছেন। ফলে প্রথম ম্যাচে পূর্ণশক্তির দল নামাতে পারবে রাজস্থান রয়্যালস, বলাই যায়।
𝘋𝘰 𝘮𝘢𝘴𝘵𝘢𝘯𝘦 𝘤𝘩𝘢𝘭𝘦 𝘻𝘪𝘯𝘥𝘢𝘨𝘪 𝘣𝘢𝘯𝘢𝘯𝘦 energy 😂💗 pic.twitter.com/3k0nVvj7OQ
— Rajasthan Royals (@rajasthanroyals) March 15, 2025