IPL 2025, Rishabh Pant: পাওয়া যাবে, পুরোপুরি নয়! অজি তারকাকে নিয়ে অস্বস্তিতে ঋষভ পন্থের লখনউ

Mar 16, 2025 | 6:22 PM

IPL 2025, Lucknow Super Giants: আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। নতুন মরসুমের তৃতীয় দিন প্রাক্তন দলের বিরুদ্ধেই অভিযান শুরু করবেন ঋষভ পন্থ। ২৪ মার্চ লখনউ বনাম দিল্লি ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে না পাওয়া গেলেও আইপিএলে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন অজি অলরাউন্ডার। তবে পুরোপুরি নয়!

IPL 2025, Rishabh Pant: পাওয়া যাবে, পুরোপুরি নয়! অজি তারকাকে নিয়ে অস্বস্তিতে ঋষভ পন্থের লখনউ
Image Credit source: LSG/X

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরুর আগে বেশ কিছুটা অস্বস্তিতে লখনউ সুপার জায়ান্টস। সৌজন্যে এক অজি তারকা। গত মরসুমে দিল্লি ক্যাপিটালসে ছিলেন। এ বার লখনউ সুপার জায়ান্টস নিয়েছে। ঋষভ পন্থও দিল্লি ক্যাপিটালসেই ছিলেন। এ বার লখনউ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন তিনি। ঋষভ শুরুতেই কিছুটা অস্বস্তিতে। কথা হচ্ছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শকে নিয়ে। অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন। চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যায়নি মিচেল মার্শকে। আইপিএলে পাওয়া যাবে, তবে ‘পুরোপুরি’ নয়!

আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। নতুন মরসুমের তৃতীয় দিন প্রাক্তন দলের বিরুদ্ধেই অভিযান শুরু করবেন ঋষভ পন্থ। ২৪ মার্চ লখনউ বনাম দিল্লি ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে না পাওয়া গেলেও আইপিএলে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ। যদিও শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলতে পারবেন। পিঠে ব্যথার কারণে তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যায়নি। সে কারণেই তাঁকে বোলিংয়েরও অনুমতি দেওয়া হচ্ছে না। মার্শের এই সমস্যা দীর্ঘ সময়ের। ২০২৪ সালে ইংল্যান্ড সফরে এই চোট আরও বেশি করে টের পেয়েছিলেন। এরপরই দীর্ঘ বিশ্রাম দেওয়া হয়েছিল।

এই খবরটিও পড়ুন

গত সেপ্টেম্বরে শেষ বার দেশের জার্সিতে সাদা-বলের ক্রিকেটে খেলেছেন মিচেল মার্শ। বিগ ব্যাশে জানুয়ারিতে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন। গত সংস্করণে দিল্লি ক্যাপিটালসও তাঁকে পুরো মরসুমে পায়নি। এ মরসুমে আইপিএলের মেগা অকশনে মার্শকে ৩.৪০ কোটিতে নিয়েছে লখনউ। কিন্তু অলরাউন্ডার হিসেবে না পেলে সেটা যে চাপের বিষয়, বলাই যায়।