কলকাতা : ১৮ তারিখ চেন্নাইতে আইপিএলের নিলাম। সেই নিলামে এবার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে টার্গেট করছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের ঝুলিতে রয়েছে ১০.৮৫ কোটি টাকা। মোট ৭ জন ক্রিকেটারকে নিলামে নিতে পারবে কেকেআর। তার মধ্যে ২ জন বিদেশিকে দলে নিতে পারবে শাহরুখের দল।
টম ব্যান্টন, ক্রিস গ্রিন, হ্যারি গার্নি, সিদ্ধেশ লাড, নিখিল নায়েক এবং সিদ্ধার্থদের ছেড়ে দিয়েছে কেকেআর। দলের শক্তি বাড়াতে আসন্ন নিলামে একজন বিদেশি অলরাউন্ডার নিতে চায় নাইটরা। একনজরে দেখে নিই, কোন কোন ক্রিকেটারদের এবারের নিলামে টার্গেট করছে শাহরুখের দল।
আরও পড়ুন:রুটকে ছাড়াই ইংল্যান্ডের টি-২০ দল
অ্যালেক্স ক্যারে– টম ব্যান্টনের বদলি হিসেবে অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে টার্গেট করছে কেকেআর। ২০ ওভারের ফরম্যাটে দারুন ব্যাটিং করেন অ্যালেক্স ক্যারে। বিগ ব্যাশ লিগে ১৩ ম্যাচে মোট ৪২৫ রান করেছেন তিনি। তার মধ্যে ১টি শতরান ও ২টি অর্ধশতরান। ব্যাটিং গড় ৩২.৬৯।
ক্রিস মরিস– ক্রিস গ্রিনের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে টার্গেট করছে নাইটরা। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলছেন এই প্রোটিয়া অলরাউন্ডার। মিডিয়াম পেস বোলিংয়ের সঙ্গে লোয়ার অর্ডারে ব্যাটটাও ভালো করতে পারেন। দুবাইয়ে আইপিএলে আরসিবির হয়ে দারুন পারফর্ম করেছিলেন মরিস।
জিমি নিশাম– হ্যারি গার্নির বদলি হিসেবে জিমি নিশামকে নিতে পারে শাহরুখের দল। নিউজিল্যান্ডের টি-২০ লিগে দারুণ পারফর্ম করেছেন এই কিউই অলরাউন্ডার। ১১ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। ক্রিস মরিস অথবা জিমি নিশামের মধ্যে কাউকে পেতে ঝাঁপাতে পারে কেকেআর।
আরও পড়ুন:চিপকের পিচ নিয়ে তোপ আর্চারের
এছাড়া দেশীয় ক্রিকেটারদের মধ্যে পবন নেগি, করুন নায়ারদের টার্গেট করছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের র্যাডারে রয়েছেন মহঃ আজহারউদ্দিনও। মুস্তাক আলি ট্রফিতে মোট ২১৪ রান করেছেন কেরলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। স্ট্রাইক রেট ১৯৪.৫৪। মুম্বইয়ের বিরুদ্ধে ৫৪ বলে অপরাজিত ১৩৭ রানের ঝোড়ো ইনিংসও উপহার দেন মহম্মদ আজাহরউদ্দিন