রুটকে ছাড়াই ইংল্যান্ডের টি-২০ দল
১২ মার্চ আহমেদাবাদে প্রথম টি-২০ শুরু।
চেন্নাই: কয়েকদিন আগেই ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক জো রুট (Joe Root) জানিয়েছিলেন তিনি টি-২০ দলে নিজেকে দেখতে চান। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে বেশ দাপট দেখিয়েছেন রুট। আশা করেছিলেন টি-২০ দলে (T20 squad) জায়গা পাবেন। কিন্তু ইসিবি (England Cricket Board) তাদের যে টি-২০ দল ঘোষণা করেছে তাতে জায়গা পাননি। ইংল্যান্ডেরর বিরুদ্ধে টি-২০ সিরিজকে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ভেবেই এগোচ্ছেন ক্রিকেটাররা। ফলে ইংল্যান্ডের টি-২০ দলে রুটের না থাকা মানে টি-২০ বিশ্বকাপের মহড়াতে থাকতে পারছেন না জো রুট।
আরও পড়ুন: যাবতীয় অভিযোগ অস্বীকার জাফরের, পাশে কুম্বলে-পাঠান
প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ভারতের হার। যা মেনে নিতে পারছে না টিম ইন্ডিয়াসহ ক্রিকেটপ্রেমীরা। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করবে টিম ইন্ডিয়া। ভারত বনাম ইংল্যান্ড দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। প্রথম টেস্টে হারার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) অঙ্কও ক্রমশ জটিল হচ্ছে ভারতের। এরই মধ্যে টি-২০ টিম ঘোষণা করল ইংল্যান্ড।
আরও পড়ুন: ডু অর ডাই ম্যাচে মশাল জ্বালাতে মরিয়া স্টেইনম্যানরা
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড রোটেশন পদ্ধতি চালু করেছে। সেই নিয়মে এক ক্রিকেটার টানা খেলার ধকল নেবেন না। ইসিবি ইংলিশ ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাবে। ভারতের বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজের পর, ৫ টি টি-২০ ও ৩ টি একদিনের ম্যাচ খেলবে ইংলিশ ব্যাটসম্যানরা। ১২ মার্চ আহমেদাবাদে প্রথম টি-২০ শুরু। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের দল ঘোষণা করল। টি-২০ দলে যাঁরা আছেন, তাঁরা ২৬ ফেব্রুয়ারি ভারতে আসবে। টি-২০ দলের অধিনায়ক হিসেবে দলে ফিরছেন ইওন মর্গ্যান। জনি বেয়ারস্টো, স্যাম কারান, ক্রিস জর্ডনের মতো ক্রিকেটাররা ফিরলেন দলে।
This should be some series! ?
?? #INDvENG ???????
— England Cricket (@englandcricket) February 11, 2021
ইংল্যান্ড টি-২০ দল: ইওন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জোফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলে, মার্ক উড।