যাবতীয় অভিযোগ অস্বীকার জাফরের, পাশে কুম্বলে-পাঠান
ঘটনার সূত্রপাত উত্তরাখণ্ডের ক্রিকেট সচিব মহিম ভার্মার এক সাক্ষাত্কার থেকে।
মুম্বই: ট্রেনিংয়ে ধর্মীয় আচার পালন এবং সাম্প্রদায়িক মনোভাব রাখার বিস্ফোরক অভিযোগ উঠেছে ওয়াসিম জাফরের (Wasim Jaffer) বিরুদ্ধে। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে। সমস্ত অভিযোগ অস্বীকার করা প্রাক্তন জাতীয় ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন অনিল কুম্বলে (Anil Kumble), ইরফান পাঠান (Irfan Pathan) সহ তাঁর এক সময়ের অনেক সতীর্থই।
1. I recommended Jay Bista for captaincy not Iqbal but CAU officials favoured Iqbal. 2. I did not invite Maulavis 3. I resigned cos bias of selectors-secretary for non-deserving players 4. Team used to say a chant of Sikh community, I suggested we can say “Go Uttarakhand” #Facts https://t.co/8vZSisrDDl
— Wasim Jaffer (@WasimJaffer14) February 10, 2021
কিছু দিন আগে উত্তরাখণ্ডের কোচ হয়েছিলেন রঞ্জি ক্রিকেটে সবচেয়ে বেশি রান থাকা জাফর। কিন্তু কর্তাদের টিম গঠনে নাক গলানো এবং অসহযোগিতার অভিযোগ তুলে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার পরই বিতর্ক মোড় নিয়েছে এই দিকে। যা মেটাতে জাফর ভার্চুয়াল প্রেস মিটে ব্যাখ্যা দিয়েছেন, ‘মানুষ কত নীচে নামতে পারে, এই অভিযোগগুলো না উঠলে বিশ্বাসই হত না। সাম্প্রদায়িক অভিযোগ একেবারে মিথ্যে।’
With you Wasim. Did the right thing. Unfortunately it’s the players who’ll miss your mentor ship.
— Anil Kumble (@anilkumble1074) February 11, 2021
জাফরের পাশে দাঁড়িয়ে কুম্বলে টুইটারে লিখেছেন, ‘ওয়াসিম তোমার পাশে আছি। তুমি যা করেছ, ঠিক সিদ্ধান্ত। দুর্ভাগ্য ওই প্লেয়ারদের, যারা তোমার পরামর্শ পাবে না।’ গোয়ার কোচ ডোডা গণেশও ওয়াসিম জাফরের পাশে দাঁড়িয়েছেন।
ঘটনার সূত্রপাত উত্তরাখণ্ডের ক্রিকেট সচিব মহিম ভার্মার এক সাক্ষাত্কার থেকে। তিনি বলেছেন, ‘দেরাদুনে দলের অনুশীলন চলাকালীন এক মৌলবিকে মাঠে নিয়ে আসেন জাফর। জৈব সুরক্ষা বলয়ে থাকাকালীন কিভাবে একজন মৌলবি মাঠে ঢুকতে পারেন? এমন কি আমাকে এসে কয়েকজন ক্রিকেটার অভিযোগ করে, দলে মুসলিম ক্রিকেটারদের প্রাধান্য দিচ্ছেন কোচ।’
আরও পড়ুন: ডু অর ডাই ম্যাচে মশাল জ্বালাতে মরিয়া স্টেইনম্যানরা
পদত্যাগ করা জাফরের অভিযোগ, উত্তরাখণ্ডের দল নির্বাচনে হস্তক্ষেপ করেন সচিব মহিম ভার্মা। টুইটে জাফর বলেন, ‘জয় বিস্তাকে আমি অধিনায়ক বেছেছিলাম। কিন্তু কর্তারা ইকবাল আব্দুল্লাহকে অধিনায়ক করে। আর আমি ট্রেনিংয়ে কখনও মৌলবিদের আমন্ত্রণ জানাইনি। উত্তরাখণ্ডের নির্বাচক এবং সচিবরা অযোগ্য ক্রিকেটারদের দলে সুযোগ দেন। তাই সরে দাঁড়িয়েছি।’
আরও পড়ুন: টোকিও অলিম্পিকে হকির পদক চান ৮৬তে পা দেওয়া গুরবক্স
জাফরের একই সঙ্গে অভিযোগ, ‘হঠাত্ করে ওরা অধিনায়ক পাল্টে দিল। ১১ জনের দলই বদলে দিল। এ ভাবে কাজ করা সম্ভব? আমার দল নির্বাচনের অধিকার নেই ঠিকই, কিন্তু দলগঠনের জন্য আমার প্রস্তাবই যদি না নেওয়া হয় তাহলে আমার তো কোনও ভূমিকা নেই। এখানে ধর্মীয় ভাবাবেগে আঘাত পাওয়ার কোনও কারণ নেই। যদি সেরকম কোনও ঘটনা থাকত, তা হলে উত্তরাখণ্ডের কোচের পদ থেকে অনেক আগেই আমাকে সরিয়ে দিত।’
আরও পড়ুন: বোর্ডের পরামর্শে বিশ্রাম নটরাজনকে
গত বছর জুনে উত্তরাখণ্ডের কোচ হন জাফর। কোচ হয়েই ভিন রাজ্যের ৩ ক্রিকেটারকে উত্তরাখণ্ডে সই করান তিনি। জয় বিস্তা, ইকবাল আব্দুল্লাহ এবং সামাদ ফাল্লাহকে দলে নেন জাফর।