চিপকের পিচ নিয়ে তোপ আর্চারের

sushovan mukherjee |

Feb 11, 2021 | 7:55 PM

আর্চারের বাউন্সারে হাতে চোট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আর্চার অবশ্য বলেছেন, 'পঞ্চম দিন আমরা চেষ্টা করেছিলাম রিভার্স সুইং করানোর। তবে অশ্বিন যখন ব্যাট করতে আসে, তখন ওকে বিব্রত করার জন্য আমি বাড়তি চেষ্টা করছিলাম।'

চিপকের পিচ নিয়ে তোপ আর্চারের
ছবি-টুইটার

Follow Us

চেন্নাই: চিপকের বাইশ গজ নিয়ে বিতর্ক তুলে দিলেন জোফ্রা আর্চার। ইংল্যান্ডের এক কাগজে নিজের কলামে পেসার লিখেছেন, চিপকের পঞ্চম দিনের পিচের মতো খারাপ পিচ আর কখনও দেখেননি।

আর্চার লিখেছেন, ‘এর আগে আমি কখনও প্রথম শ্রেণির ক্রিকেট খেলিনি ভারতে। কিন্তু নিজের আইপিএল খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ভারতের অধিকাংশ মাঠের উইকেটের মান অত্যন্ত পড়ে গিয়েছে। চিপকের পঞ্চম দিনের উইকেট কিন্তু এটা দেখিয়েছে, হাতে কী আছে।’

আরও পড়ুন:ফ্রি কিক থেকে গোলটাই সেরা, বলছেন মার্সেলিনহো

চিপকে পঞ্চম দিন ইংল্যান্ডের স্পিনারদের বল লাট্টুর মতো ঘুরছিল। যা সামলাতে পারেনি বিরাট কোহলির টিমও। আর্চারের কথায়, ‘পঞ্চম দিনের চিপকের মতো খারাপ পিচ আর কখনও দেখিনি আমি। কমলা রংয়ের পিচ, কোনও ধার নেই। বোলাররা শুধু ক্ষত লক্ষ্য করে বল করে গেল।’

আরও পড়ুন:রুটকে ছাড়াই ইংল্যান্ডের টি-২০ দল

আর্চারের বাউন্সারে হাতে চোট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আর্চার অবশ্য বলেছেন, ‘পঞ্চম দিন আমরা চেষ্টা করেছিলাম রিভার্স সুইং করানোর। তবে অশ্বিন যখন ব্য়াট করতে আসে, তখন ওকে বিব্রত করার জন্য আমি বাড়তি চেষ্টা করছিলাম।’

Next Article