দীপঙ্কর ঘোষাল : রহমানুল্লা গুরবাজের বিধ্বংসী ব্য়াটিং, বার্থ-ডে বয় আন্দ্রে রাসেলের ব্য়াটে-বলে অনবদ্য পারফরম্য়ান্স। কিন্তু সতীর্থদের সহযোগিতা মিলল না সেভাবে। শেষ দিকে গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্য়াচ পড়ল। ১৩ বলে ২৬ রানে ক্রিজে মিলার। মিস হিট। উইকেটের পেছনে ক্য়াচ। তিনজন দৌড়লেন। শেষ অবধি সূয়াশ শর্মা ক্যাচের চেষ্টা এবং মিস। তখনও ৩০ বলে ৫১ রান বাকি ছিল গুজরাট টাইটান্সের। মিলারের উইকেট পেলে কিছুটা হলেও চাপে ফেলা যেত টাইটান্সকে। শেষ চার ওভারে ৩৮ রানের লক্ষ্য় দাঁড়ায় গুজরাটের। ক্রিজে মিলারের সঙ্গে ‘থ্রিডি’ বিজয় শঙ্কর। এ মরসুমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। আরও একটা দুর্দান্ত ইনিংস। ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয়। ২৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন বিজয় শঙ্কর। অপরাজিত থাকলেন ৫১ রানে। মিলার অপরাজিত ১৮ বলে ৩২ রানে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচ রিপোর্ট TV9Bangla Sports-এ।
টি-টোয়েন্টি ক্রিকেটে রান আটকানো কাজে দেয়। তবে উইকেট ফেলতে না পারলে রান আটকানো বৃথা। কেকেআর প্রথম লক্ষ্য়ে সাফল্য পাচ্ছিল। যদিও উইকেট ফেলতে না পারায় চাপ বাড়ছিল। ‘ঘরের’ মাঠে রান তাড়ায় ঋদ্ধিমান সাহা অবশ্য ভালো শুরু দিতে পারেননি গুজরাট টাইটান্সকে। এ মরসুমে ধারাবাহিক সাফল্য পেলেও চেনা ইডেনে হতাশ করলেন। ১০ বলে মাত্র ১০ রানেই ফিরলেন ঋদ্ধি। শুভমনের সঙ্গে জুটিতে যোগ হল ২৫ বলে ৪১ রান। কেকেআরের প্রাক্তনী শুভমন গিল এই ম্য়াচেও অনবদ্য়। তবে কথায় আছে, একটা উইকেট ফেলতে পারলে, আরও একটা আসবেই। তেমনই হল একাদশ ওভারে।
শুভমনের সঙ্গে হার্দিক পান্ডিয়া ৩৯ বলে ৫০ রানের জুটি গড়েই ফিরলেন। হার্দিককে ফিরিয়ে আইপিএলে উইকেটের খাতা খুললেন কেকেআরের নতুন পেসার হর্ষিত রানা। পরের ওভারেই শুভমনকে ফেরালেন নারিন। ছয় মেরে অর্ধশতরান পেরোতে চেয়েছিলেন শুভমন। যদিও লং অনে রাসেলের হাতে ধরা পড়েন। ৩৫ বলে ৪৯ রানের ইনিংস শুভমনের। ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে বিরাট কোহলি সহ জোড়া উইকেট নিয়েছিলেন নারিন। এরপর ফর্ম খুঁজে বেরাচ্ছিলেন। অবশেষে কিছুটা স্বস্তি দিলেন শিবিরে। লক্ষ্য ১৮০ রান। ৯৩ রানে তিন উইকেট হারালেও চাপে ফেলা যায়নি গুজরাট টাইটান্সকে। তাদের ব্য়াটিং গভীরতা অনেক বেশি। সেটাই করে দেখাল গুজরাট টাইটান্স। ১৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় টাইটান্সের। ৯ ম্য়াচ খেলে আধ ডজন হার। প্লে-অফের পথে এখন বাকি ৫ ম্য়াচই নকআউট কেকেআরের।