সঙ্ঘমিত্রা চক্রবর্তী: চিন্নাস্বামীর ভরা গ্যালারি থেকে আরসিবি… আরসিবি… আর বিরাট… বিরাট… ধ্বনিই বার বার ভেসে আসছিল। শনিবারের আইপিএলের (IPL 2023) ডাবল হেডারের প্রথম ম্যাচের শুরু থেকে শেষ অবধি আরসিবিই (RCB) ঘরের মাঠে দাপট দেখাল। একইসঙ্গে হারের হ্যাটট্রিক এড়ালেন বিরাট কোহলিরা (Virat Kohli)। ঘরের মাঠে শনিবাসরীয় ম্যাচে টস হারে আরসিবি। কিন্তু শেষ অবধি হাসিমুখে মাঠ ছাড়েন বিরাট-ডু’প্লেসিরা। আর ১৬তম আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (DC) ঝুলি রইল শূন্যই। টানা ৫ ম্যাচে হেরে রীতিমতো বিধ্বস্ত ডেভিড ওয়ার্নারের দল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
দিল্লির বিরুদ্ধে বিরাট কোহলি ও ফাফ ডু’প্লেসির ওপেনিং জুটিতে ওঠে ৪২ রান। পাওয়ার প্লে-র মধ্যে আরসিবি ক্যাপ্টেন ডু’প্লেসির (২২) উইকেট তুলে নেন মিচেল মার্শ। দ্বিতীয় উইকেটে এরপর মহিপাল লোমরোরের সঙ্গে জুটি বাঁধেন কোহলি। এই জুটি টেকে ১০ ওভার অবধি। ঘরের মাঠে শুরু থেকেই ছন্দে দেখা গেল বিরাট কোহলিকে। ৩৩ বলে হাফসেঞ্চরি পূর্ণ করেন বিরাট। কিন্তু অর্ধশতরান পূর্ণ হওয়ার পরেই ফুলটস বলে বড় শট খেলতে গিয়ে আউট হন কোহলি। স্কোয়ার লেগে ক্যাচ নেন যশ ধুল। চিন্নাস্বামী স্টেডিয়ামে ৫০ রান করে এক রেকর্ড গড়েছেন কোহলি। প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে কোনও স্টেডিয়ামে আড়াই হাজার রান করার নজির গড়লেন কোহলি।
বিরাট আউট হওয়ার পর টানা তিন ওভারে ৪ উইকেট হারায় আরসিবি। ১৩ ও ১৪ ওভারে আউট হন যথাক্রমে মহীপাল (২৬) ও হর্ষল (৬)। এরপর ১৫তম ওভারে আরসিবিকে জোড়া ধাক্কা দেন কুলদীপ যাদব। তিনি তুলে নেন গ্লেন ম্যাক্সওয়েল (২৪) ও দীনেশ কার্তিকের (০) উইকেট। এরপর সপ্তম উইকেটে শেষ বেলায় গিয়ে জুটি বাঁধেন অনুজ রাওয়াত ও শাহবাজ আহমেদ। লোয়ার অর্ডারে শাহবাজ-অনুজের জুটি আরসিবিকে দেড়শোর গণ্ডি পেরোতে সাহায্য করে। সাধারণত দিনের বেলার ম্যাচে চিন্নাস্বামীতে গড় রান দাঁড়ায় ১৫৫ এর মতো। সেখানে আরসিবির লোয়ার অর্ডারে এই শাহবাজ-অনুজের জুটিটা পার্থক্য গড়ে দেয়। নির্ধারিত ২০ ওভারে শেষ অবধি ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে আরসিবি।
১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দিল্লি। প্রথম ওভারের চতুর্থ বলে রান আউট হন পৃথ্বী শ। চলতি আইপিএলে ব্যাট হাতে রীতিমতো ব্যর্থ পৃথ্বী। দিল্লির হয়ে ১৬তম আইপিএলে পৃথ্বীর মোট রান ৩৪। টানা ৫ ম্যাচে পৃথ্বীর ব্যাটে বড় রান এল না। ফলে আগামী ম্যাচগুলোতে তিনি সুযোগ পাবেন কিনা তা নিয়ে সন্দেহ জোরাল হল। দ্বিতীয় ওভারে ওয়েন পার্নেল ফেরান মিচেল মার্শকে (০)। মহম্মদ সিরাজের পাওয়ার প্লে-তে ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে ১ উইকেট নেন। সিরাজের স্পেলটা বড় ধাক্কা দেয় দিল্লিকে। স্পেলের প্রথম ওভারে সিরাজ মাত্র ১ রান দেন। নিজের দ্বিতীয় ওভারে ২ রান দিয়ে এক উইকেট তুলে নেন সিরাজ। পাওয়ার প্লে-র মধ্যে দিল্লির ক্যাপ্টেনকেও মাঠ ছাড়া করে আরসিবি। চিন্নাস্বামীতে দিল্লির বিরুদ্ধে বিজয়কুমার বিশাখ প্রথম আইপিএল ম্যাচ খেলতে নেমেছিলেন। নিজের প্রথম ওভারে বল করতে এসেই বিশাখ নেন ডেভিড ওয়ার্নারের উইকেট। ডেবিউ ম্যাচে বেশ নজর কাড়লেন বিশাখ। ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন বিশাখ।
চিন্নাস্বামী একদিক থেকে ঘরের মাঠ মনীশ পান্ডের। বিরাটদের বিরুদ্ধে একটা সময় বেশ চাপের পরিস্থিতি তৈরি করেছিলেন মনীশ। ৩৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন মনীশ। কিন্তু বিরাটের মতোই অর্ধশতরানের পরের বলেই উইকেট দিয়ে বসেন মনীশও। ১৪ ওভারের শেষ বলে ওয়ানিন্দু হাসারঙ্গা এলবিডব্লিউয়ের আবেদন জানান। হাসারঙ্গার আত্মবিশ্বাস দেখে এবং উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিকও রিভিউ নিতে বলার পর ক্যাপ্টেন ডু’প্লেসি রিভিউ নেন। আর তাতেই সফল হয় আরসিবি। এলবিডব্লিউ হয়ে ফেরেন ক্রিজে সেট হয়ে যাওয়া মনীশ।
আমন হাকিম শেষের দিকে ১০ বলে ১৮ রান করেন। ১৪ বলে ২৩ রানে অপরাজিত থাকেন অনরিখ নর্টজে। ৬ বলে ৭ রানে অপরাজিত থাকেন কুলদীপ যাদব। শেষ অবধি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে আটকে যায় দিল্লি। এই নিয়ে টানা ৫টি ম্যাচে হারল দিল্লি। উল্লেখ্য, হাফসেঞ্চুরি করার পাশাপাশি আজ দারুণ ফিল্ডিং করেছেন বিরাট কোহলি। মোট ৩টি ক্যাচ নিয়েছেন তিনি। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন ভিকে।