কলকাতা: আইপিএলের (IPL) পয়েন্ট টেবলের তাঁর দল রয়েছে পাঁচ নম্বরে। কিন্তু তিনি রয়েছেন অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে শীর্ষে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২৬টি ম্যাচ হয়েছে। এই ২৬ ম্যাচের পর কমলা টুপি দখলের লড়াইয়ে এক নম্বরে রয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল। এখনও পর্যন্ত ৭টি ম্যাচে খেলেছেন পঞ্জাব অধিনায়ক। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৯১ রানের দুরন্ত ইনিংস খেলেন কেএল রাহুল। তাঁর অধিনায়কোচিত ইনিংসে ভর করে পঞ্জাব ১৮০ রানের টার্গেট দেয় বিরাটদের। কিন্তু নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে আরসিবি তোলে ১৪৫ রান। ফলে আরসিবির জন্য লিগ টেবলের শীর্ষে ওঠার কাঁটা হয়ে দাঁড়ায় পঞ্জাব।
Good morning from the Orange Cap holder ?#SaddaPunjab #PunjabKings #IPL2021 #PBKSvRCB #CaptainPunjab @klrahul11 pic.twitter.com/DhZsYwuC1X
— Punjab Kings (@PunjabKingsIPL) May 1, 2021
এই ২৬টি ম্যাচের নিরিখে বর্তমানে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল। এখনও পর্যন্ত ৭টি ম্যাচে ৩৩১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান। ৭টি ম্যাচে ৩১১ রান এসেছে গব্বরের ব্যাট থেকে। তিন নম্বরে রয়েছেন ৬ ম্যাচে ২৭০ রান করা চেন্নাই সুপার কিংসের ফাফ দু প্লেসি। ছয় ম্যাচে ২৬৯ রান করে দিল্লি ক্যাপিটালসের পৃথ্বী শ রয়েছেন চার নম্বরে। রাজস্থান রয়্যালসের নেতা সঞ্জু স্যামসন ৬ ম্যাচে ২২৯ রান করে রয়েছেন ৫ নম্বরে।
আরও পড়ুন: IPL 2021: খারাপ পারফরম্যান্স, অধিনায়ক বদল অরেঞ্জ আর্মির