কলকাতা: চলতি মরসুমে আইপিএলের (IPL) ২৭টি ম্যাচ হয়ে গেছে। পয়েন্ট টেবলে এগিয়ে কোন দল, পার্পল ক্যাপ (Purple Cap) ও অরেঞ্জ ক্যাপ (Orange Cap) রয়েছে কোন ক্রিকেটারের দখলে। সব দিকেই নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের। রবিবারের হাইভোল্টেজ দুই ম্যাচের আগে দেখে নেওয়া যাক পার্পল ক্যাপ রয়েছে কোন বোলারের দখলে। শনিবার মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। কালকের ম্যাচে সিএসকে হেরেছে মু্ম্বইের কাছে। এই ম্যাচ আরসিবি না খেললেও, ম্যাচের পরও আইপিএলের পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষস্থান আপাতত ধরে রেখেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হর্ষল প্যাটেল।
এখনও পর্যন্ত আইপিএলের (IPL) যে ২৭টি ম্যাচ হয়েছে, সেই ম্যাচগুলির নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন আরসিবির হর্ষল প্যাটেল। ৭ ম্যাচে ২৮ ওভারে ২৫৭ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ১৭ উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের আবেশ খান। ১৯২ রান দিয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি। তিন নম্বরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের রাহুল চাহার। ৬ ম্যাচে ১৭০ রান দিয়ে রাহুল চাহারের ঝুলিতে এসেছে ১১ উইকেট। রাজস্থান রয়্যালসের ক্রিস মরিস রয়েছেন চার নম্বরে। তিনি ৬ ম্যাচে ১৯৫ রান দিয়েছেন। নিয়েছেন ১১টি উইকেট। পাঁচ নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের রশিদ খান। ৬ ম্যাচে ১৪৮ রান দিয়ে রশিদের ঝুলিতে রয়েছে ৯ উইকেট।
আরও পড়ুন: IPL 2021 Points Table: জেনে নিন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল কোথায় রয়েছে?