কলকাতা: আজ, বুধবার আইপিএলের (IPL 2022) ম্যাচে ২৩তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) পঞ্জাব কিংস (Punjab Kings)। মঙ্গলবার রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) নেমেছিল ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে। ওই ম্যাচে ২৩ রানে আরসিবিকে হারিয়েছে সিএসকে। এবং চলতি মরসুমের প্রথম জয় পেয়েছে ইয়েলোব্রিগেড। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত মোট ২২টি ম্যাচ হয়েছে। ভারতের কোটিপতি লিগ চলাকালীন ক্রিকেটপ্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। লিগ টেবলের প্রথম চারটি দল টুর্নামেন্টের প্লে অফে খেলার সুযোগ পায়। তার পর সেখান থেকে কোয়ালিফায়ার পর্ব ও এলিমিনেটর পর্ব হয়। সব থেকে শেষে হয় ফাইনাল। প্রত্যেক ম্যাচে বিজয়ী দল পায় ২ পয়েন্ট। আর কোনও ফলাফল না হলে ১ পয়েন্ট। ম্যাচ টাই হলে সেক্ষেত্রে ‘সুপার ওভার’ হয়।
১. এখনও পর্যন্ত হওয়া ২২টি ম্যাচের পর লিগ টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এ বারের আইপিএলে রাজস্থান ৪টি ম্যাচে খেলে ৩টিতে জিতেছে, ১টিতে হেরেছে। রাজস্থানের নেট রান রেট +০.৯৫১।
২. পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ৫টি ম্যাচের ৩টিতে জয় ও ২টি হার জুটেছে নাইটদের কপালে। ফলে ৬ পয়েন্ট রয়েছে রাহানেদের। এবং কেকেআরের নেট রান রেট +০.৪৪৬।
৩. লিগ টেবলের তিন নম্বরে উঠে এসেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +০.১৭৪। এখনও অবধি লখনউ ৫টি ম্যাচে খেলেছে। তাতে ৩টিতে জিতেছেন ক্রুণালরা। এবং ২টি ম্যাচে হেরেছে লখনউ। ফলে ডি’ককদের ঝুলিতে এখন ৬ পয়েন্ট রয়েছে।
৪. হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স রয়েছে পয়েন্ট টেবলের চার নম্বরে। গুজরাতের নেট রান রেট +০.০৯৭। গুজরাতও এখনও অবধি ৪টি ম্যাচে খেলেছে। তার তিনটিতে জয় ও ১টিতে হার জুটেছে টাইটান্সদের ভাগ্যে। ৬ পয়েন্ট পেয়েছেন হার্দিকরা।
৫. সিএসকের বিরুদ্ধে মঙ্গলবার ২৩ রানে হারায় ৫ নম্বরে নেমেছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট +০.০০৬। এখনও অবধি আইপিএলের ৫টি ম্যাচে খেলেছে আরিসিবি। তাতে ৩টি ম্যাচে জয় ও ২টি ম্যাচে হার জুটেছে বিরাটদের কপালে।
৬. লিগ টেবলের ছয় নম্বরে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.৪৭৬। দিল্লিও এখনও অবধি ৪টি ম্যাচে খেলেছে, তার ২টিতে জিতেছে। এবং ২টিতে হেরেছে।
৭. পয়েন্ট টেবলের সাত নম্বরে রয়েছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। এখনও পর্যন্ত ৪টি ম্যাচে খেলে ২টিতে জিতেছেন ও ২টিতে হেরেছেন ধাওয়ানর। প্রীতির পঞ্জাবের নেট রান রেট +০.১৫২।
৮. লিগ টেবলের আট নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। এখনও অবধি ৪ ম্যাচে খেলে ২টিতে জয় ও ২টিতে হার জুটেছে অরেঞ্জ আর্মির কপালে। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৪। হায়দরাবাদের নেট রান রেট -০.৫০১।
৯. পয়েন্ট টেবলের নয় নম্বরে উঠে এসেছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট -০.৭৪৫। এখনও অবধি ৫টি ম্যাচে খেলে মাত্র ১টিতে জিতেছে সিএসকে।
১০. লিগ টেবলের ১০ নম্বরে নেমে গিয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের নেট রান রেট -১.১৮১। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ৪টি ম্যাচে খেলেছেন রোহিতরা। তার ৪টিতেই হারতে হয়েছে ঈশানদের।
আরও পড়ুন: IPL 2022: মাহির টিপসে সাফল্যের মুখ দেখলেন শিবম দুবে