IPL 2022 Orange Cap: টাইটান্সরা মুম্বইয়ের কাছে হারলেও অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ ঢুকে পড়েছেন হার্দিক

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 07, 2022 | 9:38 AM

আইপিএল-২০২২ এর ৫১টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন...

IPL 2022 Orange Cap: টাইটান্সরা মুম্বইয়ের কাছে হারলেও অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ ঢুকে পড়েছেন হার্দিক
IPL 2022 Orange Cap: টাইটান্সরা মুম্বইয়ের কাছে হারলেও অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ ঢুকে পড়েছেন হার্দিক
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: আজ, শনিবার চলতি আইপিএলে (IPL 2022) রয়েছে ডাবল হেডার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবারের বিকেলের ম্যাচে মুখোমুখি হতে চলেছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এরপর শনিরাতে এমসিএতে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের মুখে নামবে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। শুক্রবাক হার্দিক পান্ডিয়ার গুজরাতকে শেষ ওভারের থ্রিলারে ৫ রানে হারিয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। তবে দল হারলেও অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ ঢুকে পড়েছেন টাইটান্স অধিনায়ক হার্দিক। কিন্তু আইপিএলের ৫১টি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের (Orange Cap) মালিক রইলেন পিঙ্ক আর্মির ওপেনার জস বাটলার। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৫১টি ম্যাচ হয়েছে।

আইপিএল-২০২২ এর ৫১টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন…

১) এ বারের আইপিএলের ৫১টি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি আইপিএলের মোট ১০টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ৫৮৮ রান। বাটলারের সর্বোচ্চ ১১৬ রান।

২) অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। এখনও অবধি এ বারের আইপিএলে মোট ১০টি ম্যাচে খেলে লোকেশ রাহুল করেছেন ৪৫১ রান। সর্বোচ্চ ১০৩* রান।

৩) কমলা টুপি দখলের লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন পঞ্জাব কিংসের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এ বারের আইপিএলে এখনও অবধি ১০টি ম্যাচে খেলে ৩৬৯ রান করেছেন ধাওয়ান। সর্বোচ্চ ৮৮* রান।

৪) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে চার নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ডেভিড ওয়ার্নার (David Warner)। এখনও অবধি এ বারের আইপিএলের ৮টি ম্যাচে খেলে ওয়ার্নার করেছেন ৩৫৬ রান। সর্বোচ্চ ৯২*।

৫) কমলা টুপির দৌড়ে আপাতত ৫ নম্বরে উঠে এসেছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এখনও অবধি চলতি আইপিএলের ১০টি ম্যাচে খেলে হার্দিক করেছেন ৩৩৩ রান। সর্বোচ্চ ৮৭* রান।

Next Article