IPL 2023 Points Table: আরসিবিকে হারিয়ে পয়েন্ট টেবলে বড় লাফ ধোনির চেন্নাইয়ের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 18, 2023 | 7:34 AM

IPL 2023: দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ২৪টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল...

IPL 2023 Points Table: আরসিবিকে হারিয়ে পয়েন্ট টেবলে বড় লাফ ধোনির চেন্নাইয়ের
আরসিবিকে হারিয়ে পয়েন্ট টেবলে বড় লাফ ধোনির চেন্নাইয়ের
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা: দেখতে দেখতে জমজমাট ১৬তম আইপিএলের ২৪টি ম্যাচ হয়ে গিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেট প্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। আইপিএল-১৬-র (IPL 2023) গ্রুপ পর্বের ২৪টি ম্যাচের পর পয়েন্ট টেবলে ওঠানামা ভালোই লেগে চলছে। সপ্তাহের প্রথম দিন ছিল দক্ষিণের ডার্বি। চিন্নাস্বামী স্টেডিয়ামে ৮ রানে আরসিবিকে হারিয়েছে সিএসকে। একইসঙ্গে লিগ টেবলের ৩ নম্বরে উঠে এসেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আজ রয়েছে মুম্বই বনাম হায়দরাবাদের ম্যাচ। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।

দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ২৪টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…

১. ১৬তম আইপিএলের ২৩টি ম্যাচের পর লিগ টেবলের শীর্ষে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এখনও অবধি চলতি আইপিএলে ৫টি ম্যাচে খেলে ৪টিতে জয় ও ১টি হার পিঙ্ক আর্মির। রাজস্থানের নেট রান রেট +১.৩৫৪। রাজস্থানের পয়েন্ট ৮।

২. এ বারের আইপিএলের পয়েন্ট টেবলের ২ নম্বরে আছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ৫টি ম্যাচে খেলে ৩টিতে জয় ও ২টিতে হারের মুখ দেখেছে সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +০.৭৬১। পয়েন্ট ৬।

৩. আরসিবির ঘরের মাঠে তাদের হারিয়ে চলতি আইপিএলের পয়েন্ট টেবলের ৬ নম্বর থেকে ৩ নম্বরে উঠেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও অবধি ১৬তম আইপিএলে সিএসকে ৫টি ম্যাচে খেলেছে। ৩টি জয় ও ২টি হারের পর আপাতত সিএসকের পয়েন্ট ৬। নেট রান রেট +০.২৬৫।

৪. সোমবার আরসিবিকে হারিয়ে চেন্নাই ২ নম্বরে পৌঁছে যাওয়ায় লিগ টেবলের তিন নম্বর থেকে ৪ এ নেমেছে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে ৫টি ম্যাচে খেলে ৩টি জয়, ২টি হার রশিদ খানদের। টাইটান্সদের নেট রান রেট +০.১৯২। ৬ পয়েন্ট রয়েছে গুজরাটের।

৫. পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৩টিতে জয় ও ২টিতে হার। প্রীতির পঞ্জাবেরও পয়েন্ট ৬। নেট রান রেট -০.১০৯।

৬. লিগ টেবলের পাঁচ থেকে ৬ নম্বরে নেমেছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও অবধি ৫টি ম্যাচে খেলে ২টি জয় ও ৩টি হার কেকেআরের। নাইটদের নেট রান রেট +০.৩২০। পয়েন্ট ৪।

৭. সিএসকের কাছে ঘরের মাঠে হেরেও লিগ টেবলের ৭ নম্বরেই রয়েছে আরসিবি। ১৬তম আইপিএলের গ্রুপ পর্বে আরসিবি এখনও অবধি ৫টি ম্যাচে খেলে ২টি জয় ও ৩টিতে হেরেছে। ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট রান রেট -০.৩১৮। বিরাটদের মোট পয়েন্ট ৪।

৮. আজ মুম্বইয়ের অ্যাওয়ে ম্যাচ। পয়েন্ট টেবলের আট নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে ৪টি ম্যাচে খেলে ২টি জয় ও ২টি হার সূর্যকুমার যাদবদের। মুম্বইয়ের নেট রান রেট -০.৩৮৯। পয়েন্ট ৪।

৯. হায়দরাবাদের আজ হোম ম্যাচ। পয়েন্ট টেবলের নয় নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখনও অবধি ৪টি ম্যাচে হায়দরাবাদের ২টি জয় ও ২টি হার। হায়দরাবাদের নেট রান রেট -০.৮২২।

১০. ১৬তম আইপিএলে টানা ৫টি ম্যাচে হেরে লিগ টেবলের সবচেয়ে নীচে ধুঁকছে দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নারের দিল্লির নেট রান রেট -১.৪৮৮।

Next Article