AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023 Points Table: পয়েন্ট টেবলে সুপার জায়ান্টসের রাজ, আরসিবিকে হারিয়ে মগডালে লখনউ

IPL 2023: দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ১৫টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল...

IPL 2023 Points Table: পয়েন্ট টেবলে সুপার জায়ান্টসের রাজ, আরসিবিকে হারিয়ে মগডালে লখনউ
পয়েন্ট টেবলে সুপার জায়ান্টসের রাজ, আরসিবিকে হারিয়ে মগডালে লখনউImage Credit: IPL Website
| Edited By: | Updated on: Apr 11, 2023 | 8:30 AM
Share

কলকাতা: জমে উঠেছে ১৬তম আইপিএল। ভারতের কোটিপতি লিগ চলাকালীন ক্রিকেট প্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। এখনও অবধি আইপিএল-১৬-র (IPL 2023) গ্রুপ পর্বের ১৫টি ম্যাচের পর পয়েন্ট টেবলে বেশ ভালোই ওঠানামা চলছে। সোমবার আরসিবিকে ঘরের মাঠে হারিয়েছে লোকেশ রাহুলের দল। শেষ বলে নাটকীয় জয় তুলে নিয়েছে লখনউ। এর পর লিগ টেবলের টপার আপাতত লখনউ সুপার জায়ান্টস। TV9Bangla-র এই প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।

দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ১৫টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…

১. ১৬তম আইপিএলের ১৫টি ম্যাচের পর তিন নম্বর থেকে লিগ টেবলের শীর্ষে উঠে এসেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ৪টি ম্যাচে খেলে ৩টিতে জয় ও ১টিতে হারের মুখ দেখেছে সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +১.০৪৮। ক্রুণাল পান্ডিয়াদের ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট।

২. লোকেশ রাহুলের দল এক নম্বরে পৌঁছে যাওয়ায় সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ২ নম্বরে নেমে গিয়েছে। এখনও অবধি চলতি আইপিএলে ৩টি ম্যাচে খেলে ২টিতে জিতেছে ও ১টি হেরেছেন চাহালরা। রাজস্থানের নেট রান রেট +২.০৬৭। পিঙ্ক আর্মির মোট অর্জিত পয়েন্ট ৪।

৩. লিগ টেবলের তিন নম্বরে রয়েছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও অবধি ৩টি ম্যাচে খেলে ২টিতে জয় ও ১টিতে হেরেছে কেকেআর। নাইটদের নেট রান রেট ১.৩৭৫। পয়েন্ট ৪।

৪. লিগ টেবলের চার নম্বরে রয়েছে গুজরাট। গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স চলতি আইপিএলে ৩টি ম্যাচে খেলে ২টিতে জিতেছে, ১টিতে হেরেছে। আপাতত টাইটান্সদের নেট রান রেট +০.৪৩১। ৪ পয়েন্ট রয়েছে টাইটান্সদের।

৫. লিগ টেবলের ৫ নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও অবধি ১৬তম আইপিএলে ৩টি ম্যাচে খেলে ২টি জয় ও ১টি হারের পর আপাতত সিএসকের অর্জিত পয়েন্ট ৪। নেট রান রেট +০.৩৫৬।

৬. পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব এখনও অবধি ৩টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ২টিতে জয় ও ১টিতে হার। ফলে প্রীতির পঞ্জাবেরও প্রাপ্ত পয়েন্ট চার। নেট রান রেট -০.২৮১।

৭. গ্রুপ পর্বে এখনও অবধি ৩টি ম্যাচে খেলে, ১টি জয় ও ২টি হারের পর লিগ টেবলের সাত নম্বরেই রয়ছে ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.৮০০। বিরাটদের মোট পয়েন্ট ২।

৮. লিগ টেবলের ৮ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখনও অবধি ৩টি ম্যাচে খেলে ২টিতে হার ও ১টিতে জয়ের মুখ দেখেছে অরেঞ্জ আর্মি। হায়দরাবাদের নেট রান রেট -১.৫০২।

৯. রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স আপাতত লিগ টেবলের ৯ নম্বরে নেমে গিয়েছে। চলতি আইপিএলে আপাতত ২টো ম্যাচে খেলে ২টোতেই হেরেছেন সূর্যকুমার যাদবরা। মুম্বইয়ের নেট রান রেট -১.৩৯৪। আজ দিল্লির বিরুদ্ধে নামবে MI পল্টন।

১০. পয়েন্ট টেবলের লাস্ট বয় এখন দিল্লি ক্যাপিটালস। এ বারের আইপিএলে এখনও অবধি ৩টি ম্যাচে খেলেছে দিল্লি। তাতে হারের হ্যাটট্রিক করেছে ডেভিড ওয়ার্নারের দল। দিল্লির নেট রান রেট -২.০৯২। আজ মুম্বইয়ের বিরুদ্ধে নামবে দিল্লি।