IPL 2023 Points Table: ‘লাকি’ ল্যাভেন্ডার জার্সি, প্লে অফ নিশ্চিত GT-র; কেকেআরের প্রথম চারে থাকার পথ কতটা জটিল?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 16, 2023 | 8:50 AM

IPL 2023 : আজ মঙ্গলবার রয়েছে লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ। তার আগে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৬২টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল...

IPL 2023 Points Table: লাকি ল্যাভেন্ডার জার্সি, প্লে অফ নিশ্চিত GT-র; কেকেআরের প্রথম চারে থাকার পথ কতটা জটিল?
'লাকি' ল্যাভেন্ডার জার্সি, প্লে অফ নিশ্চিত GT-র; কেকেআরের প্রথম চারে থাকার পথ কতটা জটিল?
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা : ভরপুর রোমাঞ্চ, রুদ্ধশ্বাস জয় সব মিলিয়ে চলতি আইপিএল এক বিনোদনে ঠাসা ক্রিকেট ইভেন্ট। আর এই জমজমাটি আইপিএল দেখতে দেখতে এ বারের মতো শেষের পথে। এখনও অবধি ১৬তম আইপিএলের ৬২টি ম্যাচ হয়ে গিয়েছে। গ্রুপ পর্বও প্রায় শেষের পথে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেট প্রেমীদের বিশেষ নজর থাকে পয়েন্ট টেবলে (Points Table)। এ বারের আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্বের ৬২টি ম্যাচের পর পয়েন্ট টেবলে বেশ ভালোই ওঠানামা লেগে রয়েছে। সোমবার চলতি মরসুমে ঘরের মাঠে শেষ ম্যাচে খেলল গুজরাট টাইটান্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত শতরান করেন শুভমন গিল। হায়দরাবাদের বিরুদ্ধে ৩৪ রানের ব্যবধানে জিতে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে গুজরাট। বাকি দলের অবস্থা কেমন? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।

দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৬২টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…

১. লিগ শীর্ষে রয়েছেন হার্দিক পান্ডিয়ারা। একইসঙ্গে হায়দরাবাদকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছেন শুভমন গিলরা। চলতি আইপিএলে ১৩টি ম্যাচে খেলে ৯টি জয়, ৪টি হার রশিদ খানদের। গুজরাট টাইটান্সের নেট রান রেট +০.৮৩৫। পয়েন্ট ১৮।

২. পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও অবধি চেন্নাই ১৩টি ম্যাচে খেলেছে। ৭টি জয় ও ৫টি হার ও ১টি ম্যাচ অমীমাংসিত সিএসকের। পয়েন্ট ১৫। নেট রান রেট +০.৩৮১।

৩. আজ MI এর অ্যাওয়ে ম্যাচ রয়েছে। লিগ টেবলের ৩ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে ১২টি ম্যাচে খেলে ৭টি জয় ও ৫টি হার সূর্যকুমার যাদবদের। মুম্বইয়ের নেট রান রেট -০.১১৭। পয়েন্ট ১৪।

৪. চলতি আইপিএলের গ্রুপ পর্বে আজ লখনউয়ের ঘরের মাঠে শেষ ম্যাচ। পয়েন্ট টেবলের ৪ নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ১২টি ম্যাচে খেলে ৬টিতে জয় ও ৫টিতে হার ও ১ ম্যাচ অমীমাংসিত সুপার জায়ান্টসের। লখনউয়ের নেট রান রেট +০.৩০৯। পয়েন্ট ১৩।

৫. পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে রয়েছে আরসিবি। এখনও অবধি এই আইপিএলে ১২টি ম্যাচে খেলে ৬টি জয় ও ৬টিতে হেরেছেন বিরাট কোহলিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট রান রেট +০.১৬৬। বিরাটদের মোট পয়েন্ট ১২।

৬. লিগ টেবলের ৬ নম্বরে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এখনও অবধি চলতি আইপিএলে ১৩টি ম্যাচে খেলে ৬টিতে জয় ও ৭টি হার পিঙ্ক আর্মির। রাজস্থানের নেট রান রেট +০.১৪০। রাজস্থানের পয়েন্ট ১২।

৭. পয়েন্ট টেবলের ৭ নম্বরে রয়েছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও অবধি ১৩টি ম্যাচে খেলে ৬টি জয় ও ৭টি হার কেকেআরের। নাইটদের নেট রান রেট -০.২৫৬। পয়েন্ট ১২। আজ নাইটরা চাইবে মুম্বইয়ের জয়। তারপর লখনউয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ জিততে হবে কেকেআরকে। তা হলে লখনউ ১৩ পয়েন্টে আটকে যাবে। আর কেকেআরের ১৪ পয়েন্টে প্লে অফের আশা বেঁচে থাকবে।

৮. লিগ টেবলের ৮ নম্বরে রয়েছে পঞ্জাব। শিখর ধাওয়ানের দল এ বারের আইপিএলে এখনও অবধি ১২টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৬টিতে জয় ও ৬টি হার। প্রীতির পঞ্জাবেরও পয়েন্ট ১২। নেট রান রেট -০.২৬৮।

৯. আইপিএলের পয়েন্ট টেবলের ৯ নম্বরেই রয়েছে এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখনও অবধি ১২টি ম্যাচে হায়দরাবাদের ৪টি জয় ও ৮টি হার। পয়েন্ট ৮। হায়দরাবাদের নেট রান রেট -০.৫৭৫।

১০. লিগ টেবলের ১০ নম্বরে রয়েছে ডেভিড ওয়ার্নারের দল। দিল্লি ক্যাপিটালস এখনও অবধি ১২ ম্যাচে খেলেছে। ৪টি জয় ও ৮টি হারের পর ডেভিড ওয়ার্নারের দিল্লির নেট রান রেট -০.৬৮৬। পয়েন্ট ৮।

 

 

Next Article