কলকাতা : কপলা টুপির লড়াইয়ে অনেকটাই এগিয়ে আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। তাঁকে এ বারের টুর্নামেন্টে যশস্বী জয়সওয়ালই এক বার টপকে গিয়েছিলেন। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। তাঁর সঙ্গে কে কতটা গ্যাপ কমাতে পারে সেদিকেই নজর থাকে। ৬০০-র বেশি রান করেছেন ডুপ্লেসি। সোমবার ছিল একটিই ম্যাচ। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছিল গুজরাট টাইটান্স। নজর ছিল তরুণ ওপেনার শুভমন গিলের দিকে। প্রতি ম্যাচের পরই পয়েন্ট টেবল, অরেঞ্জ এবং পার্পল ক্যাপের তালিকায় বদল হয়ে থাকে। সোমবারের ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের তালিকায় বড়সড় বদল হল। অরেঞ্জ ক্যাপ ডুপ্লেসির দখলে থাকলেও অনেকটা গ্যাপ কমালেন শুভমন গিল। আজ নামছে লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। বাড়তি নজর থাকবে সূর্যকুমার যাদবের দিকে। অরেঞ্জ ক্যাপের তালিকা সম্পর্কে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-র এই প্রতিবেদনে।
রবিবার দিনের প্রথম ম্যাচে নেমেছিল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ বারের আইপিলে সপ্তম হাফসেঞ্চুরিতে অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষ স্থান আরও মজবুত করেছিলেন ফাফ ডুপ্লেসি। ১২ ম্যাচে ডুপ্লেসির সংগ্রহ ৬৩১ রান।
আমেদাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারে প্রথম শতরান করলেন গুজরাট টাইটান্সের তরুণ ওপেনার শুভমন গিল। ৫৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন শুভমন। অরেঞ্জ ক্যাপের তালিকায় দারুণ উন্নতি হল তাঁর। দ্বিতীয় স্থানে উঠে এলেন। ১৩ ম্যাচ পর শুভমনের সংগ্রহ ৫৭৬ রান। যদিও ডুপ্লেসির সঙ্গে অনেকটাই গ্যাপ। ডুপ্লেসি যে ভাবে ধারাবাহিক ভালো খেলছেন, তাঁকে ছাপিয়ে যাওয়া কঠিন।
অরেঞ্জ ক্যাপের তালিকায় তৃতীয় স্থানে নামলেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তাঁর সংগ্রহ ১৩ ম্যাচে ৫৭৫ রান। চতুর্থ স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ডেভন কনওয়ে।
আজ নজর থাকবে সূর্যকুমার যাদবের দিকে। আপাতত পঞ্চম স্থানে রয়েছেন তিনি। ১২ ম্যাচে তাঁর সংগ্রহ ৪৭৯ রান। শুরুর দিকে ফর্মে ছিলেন না সূর্য। গত কয়েক ম্যাচে বিধ্বংসী মেজাজে রয়েছেন স্কাই। গত ম্যাচে সেঞ্চুরি করেছেন। আজ আরও একটা ভালো ইনিংস খেলতে পারলে প্রথম তিনেও ঢুকে পড়তে পারেন মিস্টার ৩৬০ ডিগ্রি।