IPL 2023 Orange Cap: দল হারছে লাগাতার, তবে ছুটছেন ব্যাটার ওয়ার্নার

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 12, 2023 | 8:15 AM

IPL 2023: চলতি আইপিএলে এখনও অবধি ১৬টি ম্যাচ হয়েছে। এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন...

IPL 2023 Orange Cap: দল হারছে লাগাতার, তবে ছুটছেন ব্যাটার ওয়ার্নার
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: দেখতে দেখতে ১৬তম আইপিএলের ১৬টি ম্যাচ হয়ে গেল। লিগ টেবল থেকে শুরু করে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের তালিকায় ক্রমাগত ওঠানামা লেগেই রয়েছে। আইপিএলের প্রতি মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। ১৬তম আইপিএলে এখনও পর্যন্ত মোট ১৬টি ম্যাচ হয়েছে। এই ১৬টি ম্যাচের পর কমলা টুপির দৌড়ে শীর্ষে রয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। মঙ্গলবার রাতে অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ৬ উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মরসুমের প্রথম জয় তুলে নিয়েছে। আপাতত লিগ টেবলের শীর্ষে এলএসজি। আর এদিকে অরেঞ্জ ক্যাপের জন্য ব্যাটারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে রয়েছেন শীর্ষস্থানে, আর কোন ব্যাটারের নতুন প্রবেশ হল।

চলতি আইপিএলে এখনও অবধি ১৬টি ম্যাচ হয়েছে। এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন…

১) চলতি আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষ স্থানে রয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। এখনও অবধি আইপিএল-১৬-র ৩টি ম্যাচে খেলে শিখর করেছেন ২২৫ রান। সর্বাধিক ৯৯*।

২) দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার অরেঞ্জ ক্য়াপের লড়াইয়ের ২ নম্বরে উঠে এসেছেন। মঙ্গলবার মুম্বইয়ের বিরুদ্ধে ২৫ বলে ৫৪ রান করেছেন। এ বারের আইপিএলের ৪টি ম্যাচে খেলে তাঁর ঝুলিতে ২০৯ রান। সর্বাধিক ৬৫।

৩) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৩ নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। ১৬তম আইপিএলে এখনও অবধি ৩টি ম্যাচে খেলে ঋতুরাজ করেছেন ১৮৯ রান। সর্বাধিক ৯২ রান।

৫) অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৩ ম্যাচে কোহলি করেছেন এখনও অবধি মোট ১৬৪ রান। সর্বাধিক ৮২*।

৬) গত বারের অরেঞ্জ ক্যাপজয়ী রাজস্থান রয়্যালসের জস বাটলার অরেঞ্জ ক্যাপের দৌড়ে ছয় নম্বরে উঠে রয়েছেন। ৩ ম্যাচে তিনি করেছেন ১৫২ রান। সর্বাধিক ৭৯।

৭) মুম্বই ইন্ডিয়ান্সের তিলক ভার্মা ঢুকে পড়েছে দৌড়ে। তিন ম্যাচে তাঁর রান সংখ্যা ১৪৭। সর্বাধিক ৮৪* রান।

৮) চলতি আইপিএলের দ্রুততম হাফসেঞ্চুরির দৌলতে অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রবেশ হয়েছে লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরানেরও। তিনি ৪ ম্যাচে খেলে ১৪১ রান করেছেন। সর্বাধিক ৬২।

৯) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে নয় নম্বরে লখনউ সুপার জায়ান্টসের কাইল মেয়ার্স। এখনও অবধি এ বারের আইপিএলে ৪টি ম্যাচে খেলে মোট ১৩৯ রান করেছেন তিনি। সর্বাধিক ৭৩।

১০) গুজরাট টাইটান্সের তরুণ ক্রিকেটার সাই সুদর্শন রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে ১০ নম্বরে। ৩ ম্যাচে খেলে তিনি করেছেন ১৩৭ রান। সর্বাধিক ৬২*।

Next Article