কলকাতা: “কাউকে বলার প্রয়োজন নেই যে তুমি টিউশন সেন্টারে সাফাইকর্মীর কাজ করো। সকালে যাবে, কাজ করবে আর বেরিয়ে যাবে। কেউ কিচ্ছুটি জানতে পারবে না।” কথাগুলো কিশোর বয়সে বাবার কাছ থেকে শুনেছিলেন রিঙ্কু সিং। সবেমাত্র উত্তরপ্রদেশের হয়ে অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে খেলতে শুরু করেছেন। চোখেমুখে রাশি রাশি স্বপ্ন। সংসার জোয়াল টানতে গিয়ে হিমশিম খাওয়া বাবার কথাগুলো স্বাভাবিকভাবেই পছন্দ হয়নি রিঙ্কুর। জেদ বজায় রেখেছিলেন বলেই আজ দেশ-বিদেশে খবরের শিরোনামে কলকাতা নাইট রাইডার্সের নয়া তারকা রিঙ্কু সিং। নায়ক হয়ে ওঠার পিছনেও রয়েছে অনেক লড়াই, পরিশ্রম। বোঝাই যাচ্ছে, এক ওভারে পাঁচ ছক্কার নায়কের পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। মা, বাবা ও পাঁচ ভাইবোনের সংসারেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন। একটা সময় দেনায় ডুবে থাকা পরিবার রিঙ্কুর রোজগারেই দেনামুক্ত। দূর হয়েছে অভাব। এসেছে স্বাচ্ছল্য।
ক্রিকেট খেলে ভালো উপার্জন করার স্বপ্ন পূরণ হয়েছে রিঙ্কুর। ২০১৭ সালে কিংস ইলেভেন পঞ্জাব টিমের হয়ে আইপিএলে প্রবেশ। এরপর ২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের অঙ্গ রিঙ্কু সিং। তাঁকে ২০১৭ সালের নিলামে কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমান পঞ্জাব কিংস) ১০ লক্ষ টাকায় কিনেছিল। কিন্তু একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। যদিও ওই টাকায় সব দেনা শোধ করে দেন। পরের বছর কেকেআর তাঁকে দলে নেয় ৮০ লক্ষ টাকায়। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত একই পরিমাণ অর্থ পেয়েছেন। ২০২২ সালের মেগা নিলামে রিঙ্কুকে ৫৫ লক্ষ টাকায় কিনেছিল কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া বিজ্ঞাপন-সহ অন্যান্য দিকে আয় তো রয়েছেই।
২০১৮ সালে যখন ৮০ লক্ষ টাকা দাম পেলেন, নিজেই অবাক হয়ে গিয়েছিলেন রিঙ্কু। সে বার আইপিএল থেকে অর্জিত অর্থ দিয়ে বাড়ি তৈরি করেছেন। এছাড়া বাবাকে কিনে দিয়েছেন গাড়ি। জাতীয় দলে এখনও পর্যন্ত পা পড়েনি রিঙ্কুর। আইপিএলের মঞ্চে ধারাবাহিক পারফর্ম করতে পারলে জাতীয় দলের দরজাও খুলে যেতে পারে। কিন্তু তার আগেই তারকা হয়ে গিয়েছেন রিঙ্কু। এক ঝটকায় বেড়ে গিয়েছে ব্র্যান্ড ভ্যালু। আগামীদিনে রিঙ্কুকে বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। রোজগার বাড়বে কয়েকগুণ।