কলকাতা: আইপিএল (IPL) চলাকালীন ক্রিকেট প্রেমীরা বিশেষ নজর রাখেন পয়েন্ট টেবলে। পাশাপাশি আইপিএল প্রেমীদের চোখ থাকে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের লড়াইয়েও। আইপিএলে এক মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মাত্র ৫টি ম্যাচ হয়েছে। তবে ১০টি দলই একটি করে ম্যাচ খেলে নিয়েছে। এই ৫টি ম্যাচের পর কমলা টুপি দখলের লড়াইয়ে এক নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। আজ চিপকে রয়েছে সিএসকে ও লখনউয়ের (CSK vs LSG) লড়াই। তার আগে TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কোন প্লেয়াররা রয়েছেন এই অরেঞ্জ ক্যাপের দৌড়ে…
১) এ বারের আইপিএলের অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ৯২ রান করে শীর্ষে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)।
২) অরেঞ্জ ক্যাপের দৌড়ে দুই নম্বরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তিলক ভার্মা (Tilak Varma)। তিনি আরসিবির বিরুদ্ধে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।
৩) এ বারের আইপিএলের ৫ ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। মুম্বইয়ের বিরুদ্ধে কোহলি ৮২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন।
৪) লখনউ সুপার জায়ান্টসের কাইল মেয়ার্স এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ৪ নম্বরে রয়েছেন। তিনি দিল্লির বিরুদ্ধে করেছিলেন ৭৩ রান।
৫) অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে ৫ নম্বরে রয়েছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলেন।
৬) কমলা টুপির দৌড়ে রয়েছেন ভারতের তরুণ তুর্কি শুভমন গিলও। গুজরাট টাইটান্সের এই তারকা ১টি ম্যাচে খেলে ৬৩ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে ছয় নম্বরে রয়েছেন।
৭) দিল্লির নতুন নেতা ডেভিড ওয়ার্নারও অরেঞ্জ ক্য়াপের লড়াইয়ে প্রথম ১০ এ রয়েছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ওয়ার্নার ১টি ম্যাচে ৫৬ রান করেছিলেন।
৮) হায়দরাবাদের বিরুদ্ধে রবিবার অধিনায়োকচিত ইনিংস খেলেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ৫৫ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন তিনিও।
৯) অরেঞ্জ ক্যাপের দৌড়ে আপাতত ৮ থেকে ১০ নম্বরে তিনজন ব্যাটারই হলেন রাজস্থান রয়্যালসের। গত বারের অরেঞ্জ ক্যাপজয়ী তারকা জস বাটলার আপাতত রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৯ নম্বরে। হায়দরাবাদের বিরুদ্ধে তিনি ৫৪ রান করেছিলেন।
১০) রাজস্থানের তরুণ ওপেনার যশস্বী জসওয়াল অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন ১০ নম্বরে। তিনি অরেঞ্জ আর্মির বিরুদ্ধে করেছিলেন ৫৪ রান।