IPL 2023 Purple Cap: শুধু অরেঞ্জ ক্যাপ নয়, শুরু হয়েছে পার্পল ক্যাপের লড়াইও; প্রথম ১০ এ কারা?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 04, 2023 | 9:11 AM

IPL 2023: চলতি আইপিএলের ৫টি ম্যাচ হয়েছে। এ বারের পার্পল ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন...

IPL 2023 Purple Cap: শুধু অরেঞ্জ ক্যাপ নয়, শুরু হয়েছে পার্পল ক্যাপের লড়াইও; প্রথম ১০ এ কারা?
শুধু অরেঞ্জ ক্যাপ নয়, শুরু হয়েছে পার্পল ক্যাপের লড়াইও; প্রথম ১০ এ কারা?
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা: আইপিএলের চলতি মরসুমে এখনও অবধি মাত্র ৫টি ম্যাচ হয়েছে। ৩১ মার্চ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই ও গুজরাট। এরপর ১ ও ২ এপ্রিল হয়েছে ২টো ডাবল হেডার। ফলে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজিই ১টি করে ম্যাচে খেলে নিয়েছে। আর আইপিএল চলাকালীন সকল ক্রিকেট প্রেমীরা কমবেশি নজর রাখেন পয়েন্ট টেবলে। পাশাপাশি পার্পল ক্যাপ ও অরেঞ্জ ক্যাপেও নজর থাকে। আইপিএলের প্রত্যেক মরসুমেই সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে থাকেন পার্পল ক্যাপ (Purple Cap)। চলতি আইপিএলেও (IPL) হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে বোলারদের মধ্যে। আজ, সোমবার চিপকে রয়েছে সিএসকে ও লখনউয়ের (CSK vs LSG) ম্যাচ। তার আগে TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কোন প্লেয়াররা রয়েছেন এই পার্পল ক্যাপের দৌড়ে…

১) এ বারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মার্ক উড (Mark Wood) তাঁদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন। তিনিই চলতি আইপিএলে ফাইফার নেওয়া প্রথম বোলার। যে কারণে পার্পল ক্যাপের লড়াইয়ে শীর্ষে রয়েছেন উড। সেই ম্যাচে মাত্র ১৪ রান দিয়েছিলেন উড।

২) পার্পল ক্যাপের দৌড়ে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। গত আইপিএলে তিনিই পেয়েছিলেন পার্পল ক্যাপ। চলতি আইপিএল-এ এখনও অবধি ১টি ম্যাচে খেলে মোট ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন চাহাল।

৩) বেগুনি টুপি দখলের লড়াইয়ে প্রথম ১০ এর মধ্যে তিনে রয়েছেন পঞ্জাব কিংসের তরুণ তুর্কি অর্শদীপ সিং। তিনি এ বারের আইপিএলে ১টি ম্যাচে খেলে ৩ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

৪) পার্পল ক্যাপের লড়াইয়ে ৪ নম্বরে রয়েছেন সিএসকের রাজবর্ধন হাঙ্কারগেকর। চলতি আইপিএল-এ এখনও অবধি ১টি ম্যাচে খেলে মোট ৪ ওভার বল করে ৩৬ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন রাজবর্ধন।

৫) চলতি আইপিএলে পার্পল ক্যাপের দৌড়ে ৫ নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের ট্রেন্ট বোল্ট। চলতি আইপিএলে এখনও অবধি ১টি ম্যাচে খেলে মোট ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন বোল্ট।

৬) গত বারের আইপিএল জয়ী দলের সদস্য রশিদ খান এ বার পার্পল ক্যাপের লড়াইয়ে রয়েছেন ৬ নম্বরে। গুজরাট টাইটান্সের রশিদ চলতি আইপিএল-এ এখনও অবধি ১টি ম্যাচে খেলে মোট ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।

৭) পার্পল ক্যাপ দখলের লড়াইয়ে ৭ নম্বরেও রয়েছেন গুজরাট টাইটান্সের বোলার। মহম্মদ সামি চলতি আইপিএল-এ এখনও অবধি ১টি ম্যাচে খেলে মোট ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।

৮) এ বারের আইপিএলের পার্পল ক্যাপের দৌড়ে আট নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের আবেশ খান। চলতি আইপিএল-এ এখনও অবধি ১টি ম্যাচে খেলে আবেশ মোট ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।

৯) দিল্লি ক্যাপিটালসের খলিল আহমেদ এ বারের আইপিএলে এখনও অবধি ১টি ম্যাচে খেলে ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। তিনি পার্পল ক্যাপের লড়াইয়ে ৯ নম্বরে রয়েছেন।

১০) রাজস্থান রয়্যালসের কাছে রবিবারের ম্যাচে হায়দরাবাদ হেরেছে। সানরাইজার্সের বোলার টি নটরাজন সঞ্জুদের বিরুদ্ধে ৩ ওভার বল করে ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। পার্পল ক্যাপের লড়াইয়ে ১০ নম্বরে রয়েছেন তিনি।

Next Article