IPL 2023 Orange Cap : প্রথম পাঁচ অপরিবর্তিত, কমলা টুপির লড়াইয়ে আজ নজরে যশস্বী
IPL 2023 : আরও বড় ইনিংস খেলতে পারলে প্রথম তিনেও চলে আসতে পারেন। তেমনই কলকাতা নাইট রাইডার্সের ধারাবাহিক ভালো পারফর্মার রিঙ্কু সিংয়ের কাছে সুযোগ থাকছে প্রথম দশে আসার।

কলকাতা : কমলা টুপির লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। বুধবার রাতে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। প্রতি ম্যাচের পরই পয়েন্ট টেবল, অরেঞ্জ এবং পার্পল ক্যাপের তালিকায় বদল হয়ে থাকে। চিপকে লো-স্কোরিং ম্যাচ দেখা গেল। ব্যাটিং তাণ্ডব দীর্ঘস্থায়ী হয়নি কারও। ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়রা ২০-র ঘর পেরোলেন। তবে অরেঞ্জ ক্যাপ ডুপ্লেসির দখলেই থাকল। বলা ভালো, চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর প্রথম পাঁচ অপরিবর্তিত থাকল। আজ নামছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। নজর থাকবে যশস্বী জয়সোয়ালের দিকে। তাঁর কাছে সুযোগ রয়েছে ডুপ্লেসির সঙ্গে পার্থক্য কমানোর। অরেঞ্জ ক্যাপের তালিকা সম্পর্কে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-র এই প্রতিবেদনে।
মঙ্গলবার রাতে মরসুমের একাদশতম ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে ষষ্ঠ হার আরসিবির। ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েল-টপ থ্রি অনবদ্য ফর্মে। ওয়াংখেড়েতে রান পাননি বিরাট কোহলি। তবে এ বারের আইপিলে ষষ্ঠ হাফসেঞ্চুরিতে অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষ স্থান আরও মজবুত করেছিলেন ফাফ ডুপ্লেসি। ১১ ম্যাচে ডুপ্লেসির সংগ্রহ ৫৭৬ রান।
আইপিএল কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করে ডুপ্লেসিকে ছাপিয়ে গিয়েছিলেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। যদিও দীর্ঘস্থায়ী হয়নি তাঁর শীর্ষস্থান। অরেঞ্জ ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালস ওপেনার। ১১ ম্যাচে তাঁর মোট রান ৪৭৭। ডুপ্লেসির সঙ্গে পার্থক্য় অনেকটাই বেশি। আজ ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে নজর থাকবে যশস্বীর দিকে। ডুপ্লেসির সঙ্গে কতটা দূরত্ব কমাতে পারেন, সেটাই দেখার।
অরেঞ্জ ক্যাপের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন গুজরাট টাইটান্সের তরুণ ওপেনার শুভমন গিল। ১১ ম্যাচে তাঁর মোট রান ৪৬৯। যশস্বীর মতো তালিকায় তাঁরও বুধবার রাতের পর অবনতি হতে পারত। যদিও লো-স্কোরিং ম্যাচের পর প্রথম পাঁচে কোনও পরিবর্তনই হল না।
চতুর্থ স্থানেই রইছেন চেন্নাই সুপার কিংস ওপেনার ডেভন কনওয়ে। এই বাঁ হাতি ব্যাটারের ১২ ম্যাচে ১১ ইনিংসে মোট রান হল ৪৬৮। ঘরের মাঠে দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে মাত্র ১০ রান কনওয়ের।
বিরাট কোহলি পঞ্চম থেকে উঠে এসেছিলেন চতুর্থ স্থানে। পঞ্চম স্থানেই রয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ১ রান করেন। ফলে তালিকায় উন্নতি হয়নি। চেন্নাইয়ের তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ৩৭ রান করলেই বিরাটকে ছাপিয়ে প্রথম পাঁচে ঢুকে পড়তে পারতেন। যদিও বড় ইনিংস এল না ঋতুরাজের ব্য়াটেও।
আজ হয়তো প্রথম পাঁচে পরিবর্তন হতে পারে। সপ্তম স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের বিধ্বংসী ওপেনার জস বাটলার। ইডেন গার্ডেন্সে ২৯ রান করলেই প্রথম পাঁচে ঢুকে পড়বেন বাটলার। আরও বড় ইনিংস খেলতে পারলে প্রথম তিনেও চলে আসতে পারেন। তেমনই কলকাতা নাইট রাইডার্সের ধারাবাহিক ভালো পারফর্মার রিঙ্কু সিংয়ের কাছে দারুণ সুযোগ থাকছে প্রথম দশে আসার।





