IPL 2023 Orange Cap : অরেঞ্জ ক্যাপ ডুপ্লেসির দখলেই, সরাতে পারবেন কেউ?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 04, 2023 | 9:30 AM

IPL 2023 : বিরাট কোহলি পঞ্চম থেকে উঠে এসেছিলেন চতুর্থ স্থানে। বিরাটের মোট রান এখন ৩৬৪। লখনউ-চেন্নাই ম্য়াচ সম্পূর্ণ হলে বিরাটকে ছাপিয়ে যাওয়ার সুযোগ ছিল সিএসকে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের।

IPL 2023 Orange Cap : অরেঞ্জ ক্যাপ ডুপ্লেসির দখলেই, সরাতে পারবেন কেউ?
Image Credit source: IPL

Follow Us

কলকাতা : এ বারের আইপিএলে (IPL 2023) একের পর এক রুদ্ধশ্বাস ম্যাচ। হাতে গোনা কিছু এক পেশে ম্যাচ দেখা গিয়েছে। উইকেন্ড না হলেও বৃহস্পতিবার ছিল ডাবল হেডার। দিনের প্রথম ম্য়াচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্ট ও চেন্নাই সুপার কিংস। যদিও লখনউ ইনিংসের শেষ ওভারে বৃষ্টি নামে। পাঁচ ওভারের ম্যাচও করা যায়নি। দু-দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হল। দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হয় পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। হাই স্কোরিং ম্য়াচ। পঞ্জাবের হয়ে বিধ্বংসী ইনিংস লিয়াম লিভিংস্টোন এবং জীতেশ শর্মা। মুম্বই শিবিরে ঈশান কিষাণ, সূর্যকুমার যাদবরা অনবদ্য খেলেন। প্রতি ম্যাচের পরই পয়েন্ট টেবল, অরেঞ্জ এবং পার্পল ক্যাপের তালিকায় বদল হয়ে থাকে। যদিও এই ম্য়াচের পর অরেঞ্জ ক্য়াপের তালিকায় শীর্ষস্থানে কোনও বদল হল না। অ্যাওয়ে ম্য়াচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আরও একটা কার্যকর ইনিংস খেলে অরেঞ্জ ক্য়াপ দখলে নিয়েছিলেন ডুপ্লেসি। তাঁর দখলেই থাকল। অরেঞ্জ ক্যাপের তালিকা সম্পর্কে বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

এ মরসুমে ন’টি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েল-টপ থ্রি অনবদ্য ফর্মে। আরসিবির ৮০ শতাংশ রান এসেছে এই ত্রয়ীর ব্য়াটেই। অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষে থাকা ডুপ্লেসির নয় ম্যাচে সংগ্রহ ৪৬৬ রান। এর মধ্যে পাঁচটি অর্ধশতরান। ৩৫টি বাউন্ডারি এবং ২৮টি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি।

মাঝে এক ম্য়াচে শতরান করে ডুপ্লেসিকে ছাপিয়ে গিয়েছিলেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। অরেঞ্জ ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখলেন রাজস্থান রয়্যালস ওপেনার। ৯ ম্য়াচে তাঁর মোট রান ৪২৮। তিনটি অর্ধশতরান, একটি শতরান রয়েছে যশস্বীর।

অরেঞ্জ ক্যাপের তালিকায় তৃতীয় স্থান ধরে রাখলেন চেন্নাই সুপার কিংস ওপেনার ডেভন কনওয়ে। লখনউয়ের বিরুদ্ধে নেমেছিল চেন্নাই। টস জিতে ফিল্ডিং নেয় সিএসকে। যদিও ম্য়াচটা সম্পূর্ণ হয়নি। যশস্বীর সঙ্গে মাত্র ১৪ রানের ব্যবধান কনওয়ের। লখনউয়ের বিরুদ্ধে ম্য়াচটা সম্পূর্ণ হলে দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ ছিল সিএসকে ওপেনারের।

বিরাট কোহলি পঞ্চম থেকে উঠে এসেছিলেন চতুর্থ স্থানে। বিরাটের মোট রান এখন ৩৬৪। লখনউ-চেন্নাই ম্য়াচ সম্পূর্ণ হলে বিরাটকে ছাপিয়ে যাওয়ার সুযোগ ছিল সিএসকে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের।

আজ মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার ৯ ম্য়াচে করেছেন ২৯৬ রান। সানরাইজার্সের বিরুদ্ধে ভালো খেলতে পারলে প্রথম পাঁচে ঢোকার সুযোগ থাকবে ভেঙ্কির।

Next Article