কলকাতা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও অবধি সেরা ম্যাচ দেখা গিয়েছে বুধবার রাতে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হোম ম্যাচে নেমেছিল রাজস্থান রয়্যালস। জয় দিয়ে এ বারের আইপিএল শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই অল্পের জন্য় হোঁচট খেল সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান। শেষ ওভারে ৫ রানের রুদ্ধশ্বাস জয় পঞ্জাব কিংসের। টানা দ্বিতীয় ম্যাচ জিতলেও শীর্ষস্থানে নয় পঞ্জাব। দু-ম্যাচে দাপুটে জয়ে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। পঞ্জাব কিংস দুটি ম্যাচই জিতেছে অল্প ব্যবধানে। আজ এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নবম ম্য়াচে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ, কলকাতায় মুখোমুখি দু-দল। এই ম্য়াচের পর পয়েন্ট টেবলে কী পরিবর্তন হতে পারে? TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কোন দল কী অবস্থায়।
গুজরাট টাইটান্স এখনও অবধি দুই ম্যাচ খেলেছে। হোম-অ্যাওয়ে দুটি ম্যাচেই জিতেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টাইটান্স। দু- ম্যাচেই রান তাড়া করে জয়। নেট রান রেটে পয়েন্ট টেবলে শীর্ষস্থানে রয়েছে গুজরাট টাইটান্স।
আজ কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচের পর শীর্ষস্থান হারাতে পারে গুজরাট টাইটান্স। নিজেদের প্রথম ম্য়াচে ঘরের মাঠে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। চিন্নাস্বামীতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয়। নেট রান রেট খুবই ভালো আরসিবির। ইডেনে নাইটদের হারাতে পারলে নেট রান রেটে শীর্ষস্থানে উঠে আসবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরই।
টুর্নামেন্টে এখনও অবধি আটটি ম্যাচ হয়েছে। এখনই বলা কঠিন, পয়েন্ট টেবলে শীর্ষে কোন দল থাকবে। কলকাতা নাইট রাইডার্স যদি ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে টেবল টপারই থাকবে গুজরাট টাইটান্স।
পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পঞ্জাব কিংস। তৃতীয় স্থানেই রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। বুধবার রাতে রাজস্থান রয়্যালস জিতলে তারাই গুজরাটকে টপকে শীর্ষে চলে যেত।