Will Jacks 5 Sixes : ৬,৬,৬,৬,৬… আরসিবির উইল জ্যাকস ফেরালেন কেকেআরের রিঙ্কুর স্মৃতি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 23, 2023 | 11:57 AM

Vitality Blast : দ্য ওভালে ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে মুখোমুখি হয়েছিল মিডলসেক্স ও সারে। ইংল্যান্ডের এই টি-২০ ব্লাস্টে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরেছেন আইপিএলে আরসিবির হয়ে খেলা ক্রিকেটার উইল জ্যাকস (Will Jacks)।

Will Jacks 5 Sixes : ৬,৬,৬,৬,৬... আরসিবির উইল জ্যাকস ফেরালেন কেকেআরের রিঙ্কুর স্মৃতি
৬,৬,৬,৬,৬... আরসিবির উইল জ্যাকস ফেরালেন কেকেআরের রিঙ্কুর স্মৃতি
Image Credit source: Twitter

Follow Us

ওভাল : ভাইটালিটি ব্লাস্টে লাগল আইপিএলের তড়কা… ওভালে এ বার কেকেআরের রিঙ্কু সিংয়ের ৫ বলে ৫ ছয়ের স্মৃতি ফেরালেন আরসিবির এক তারকা। দ্য ওভালে ভাইটালিটি ব্লাস্টের (Vitality Blast) ম্যাচে মুখোমুখি হয়েছিল মিডলসেক্স ও সারে। ইংল্যান্ডের এই টি-২০ ব্লাস্টে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরেছেন সারের উইল জ্যাকস। ভারতের তারকা অলরাউন্ডার ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় বলে ছ’টি ছক্কা মেরেছিলেন। অল্পের জন্য সেই নজির হাতছাড়া করলেন উইল জ্যাকস (Will Jacks)। মিডলসেক্সের বিরুদ্ধে ৪৫ বলে ৯৬ রান করেন উইল। মাত্র ৪ রানের জন্য তাঁর সেঞ্চুরি হাতছাড়া হয়েছে। কিন্তু তাঁর ৫ বলে ৫ ছক্কা নিয়ে আলোচনা চলছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

৬, ৬, ৬, ৬, ৬! রিঙ্কুর বিদেশি সংস্করণ 

১৬তম আইপিএলে গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের এক ম্যাচে ৫ বলে ৫ ছক্কা মেরেছিলেন নাইট তারকা রিঙ্কু সিং। এ বার সেই ছবির পুনরাবৃত্তি হল টি-২০ ভাইটালিটি ব্লাস্টে। সারের ইনিংসের ১১তম ওভারে লুক হলম্যান বল করতে আসেন। তাঁর এক একটা বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন উইল জ্যাকস। আরসিবি তারকার এই ইনিংসের পর নেটদুনিয়ায় অনেকেই বলছেন, ‘এ তো আইপিএলে কেকেআরের রিঙ্কুর বিদেশি সংস্করণ।’

টি-২০ ক্রিকেটে আজকাল এক ওভারে পরপর ছক্কা হাঁকানো যেন জল ভাত হয়ে দাঁড়িয়েছে। যদিও টি-২০ ক্রিকেট মানেই চার-ছক্কা ফুলঝুরি। কিন্তু যেভাবে রিঙ্কু-উইলরা এক ওভারে টানা পাঁচ ছক্কা মারার কীর্তি গড়েছেন, তাতে অনেকেই মনে করছেন টি-২০-তে ছয় মারা যেন আর ক্রিকেটারদের কাছে কঠিন নয়। লরি ইভান্সের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন উইল জ্যাকস। যদি পুরো ২০ ওভার জ্যাকস ক্রিজে থাকতে পারতেন তা হলে যে কত রান করতেন সেটাই ভাবছেন ক্রিকেট প্রেমীরা।

উল্লেখ্য, টস জিতে প্রথমে সারেকে ব্যাট করতে পাঠায় মিডলসেক্স। শুরুতে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান তোলে সারে। ২৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই ২৫৪ রান পূর্ণ করে ফেলে মিডলসেক্স। টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি চান তাড়া করে জেতার তালিকায় দুই নম্বরে পৌঁছে গেল মিডলসেক্স। উইল জ্যাকসের ৫ বলে ৫ ছক্কার কীর্তির দিন তাঁর দল যদিও জেতেনি। ৭ উইকেটে দাপটের সঙ্গে ম্যাচ জিতে নিয়েছে মিডলসেক্স।

Next Article