T20 World Cup 2022: ক্যাম্ফারের ব্যাটে ভর করে টিকে রইল আইরিশদের স্বপ্ন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 19, 2022 | 3:09 PM

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার টুয়েলভে ওঠার জন্য টিকে থাকতে হলে আজকের ম্যাচে জিততেই হয় আয়ারল্যান্ডকে (Ireland)। সেটাই করে দেখালেন আইরিশরা।

T20 World Cup 2022: ক্যাম্ফারের ব্যাটে ভর করে টিকে রইল আইরিশদের স্বপ্ন
ক্যাম্ফারের ব্যাটে ভর করে টিকে রইল আইরিশদের স্বপ্ন
Image Credit source: Twitter

Follow Us

হোবার্ট: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার টুয়েলভে ওঠার জন্য টিকে থাকতে হলে আজকের ম্যাচে জিততেই হয় আয়ারল্যান্ডকে (Ireland)। সেটাই করে দেখালেন আইরিশরা। গ্রুপ পর্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারলেও, দ্বিতীয় ম্যাচে স্কটিশদের হারিয়ে দিল অ্যান্ড্রু বলবির্নির দল। কার্টিস ক্যাম্ফার (Curtis Campher) ও জর্জ ডকরেল জুটিতে ভর করে স্কটল্যান্ডকে (Scotland) হারাল আয়ারল্যান্ড। শুধু ব্যাটে নয়, বল হাতেও কার্যত দাপট দেখিয়ে ম্যাচের সেরা হয়েছেন কার্টিস। ম্যাচের বিবরণ তুলে ধরার চেষ্টা করল TV9Bangla

হোবার্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল স্কটিশরা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছিল স্কটল্যান্ড। তবে শুরুটা ভালো হয়নি স্কটিশদের। ওপেনিং জুটি ভেঙে যায় দ্বিতীয় ওভারেই। ওপেনার জর্জ মানজি প্রথম ম্যাচে ছাপ রাখতেও দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। মাত্র ১ রান করেন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে স্কটল্যান্ডকে ভরসা জোগায় ম্যাথিউ ক্রস ও মাইকেল জোন্স জুটি। এই জুটিতে ওঠে ৪২ বলে ৫৯ রান। নবম ওভারে ক্যাম্ফার তুলে নেন ম্যাথিউ ক্রসের (২৮) উইকেট। এরপর রিচার্ড বেরিংটনের সঙ্গে জুটি বাঁধেন মাইকেল জোন্স। এই জুটিতে ওঠে ৭৭ রান। মাইকেল জোন্সের ৫৫ বলে ৮৬ রানের ইনিংসে ভর করে আইরিশদের ১৭৬ রানের টার্গেট দেয় স্কটল্যান্ড।

১৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আইরিশদের। অ্যান্ড্রু বলবির্নি ও পল স্টার্লিংয়ের ওপেনিং জুটিতে ওঠে ২২ রান। দ্বিতীয় উইকেটে পল স্টার্লিং ও হ্যারি টেক্টর জুটি ব্যর্থ। ৮ রান করে ফেরেন স্টার্লিং। ব্যক্তিগত ২০ রানে ফেরেন টেক্টর। বল হাতে ২ উইকেটের পর, ব্যাটিংয়েও চমক দেখালেন কার্টিস। এরপর ক্যাম্ফার ও ডকরেল জুটির ৫৭ বলে ১১৯ রানের অপরাজিত পার্টনারশিপে ভর করে, ম্যাচ বের করে নিয়ে যায় আইরিশরা। ক্যাম্ফার ৩২ বলে অপরাজিত ৭২ রান ও ডকরেল ২৭ বলে অপরাজিত ৩৯ রান করে মাঠ ছাড়েন। ১ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল আয়ারল্যান্ড।

Next Article