e সঞ্জুকে বাদ দিয়ে ঈশানে বাজি, মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা! - Bengali News | Irfan pathan opens up about sanju samson will he get place in world cup team - TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সঞ্জুকে বাদ দিয়ে ঈশানে বাজি, মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা!

Irfan Pathan: ইরফান পাঠান প্রশংসা করেছেন তরুণ ব্যাটার তিলক বর্মারও। তাঁর মতে, চাপের মুখে খেলার ক্ষমতা তিলকের বড় শক্তি। যদিও চোটের কারণে তিনি নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারেননি। তবে বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ভারতের জন্য একটি বড় স্বস্তির খবর।

সঞ্জুকে বাদ দিয়ে ঈশানে বাজি, মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা!
সঞ্জু স্যামসন ও ইরফান পাঠান।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jan 31, 2026 | 7:09 PM
Share

কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলতে নামার আগে একাধিক প্রশ্ন ঘুরেফিরে বেড়াচ্ছে ভারতীয় ড্রেসিংরুমে। যা খানিকটা হলেও চাপ বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের। আপাতত সবচেয়ে বড় প্রশ্নের কেন্দ্রে রয়েছেন সঞ্জু স্যামসন। শনিবার তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে সকলের নজর থাকবে কেরলের এই তারকা উইকেটকিপার-ব্যাটারের দিকে। ব্যর্থতার পর আবারও ঘুরে দাঁড়ানোর অন্তত আর একটা সুযোগ পাচ্ছেন সঞ্জু। চলতি সিরিজের চার ম্যাচে মাত্র ৪০ রান করেছেন। তাঁর এই ফর্ম স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছে বিশ্বকাপের টিমে তাঁর জায়গা নিয়ে। বিশেষ করে বিশ্বকাপে ভারতীয় দলের ওপেনিং কম্বিনেশন কী হবে, তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। সঞ্জুর ব্যর্থতা নতুন ছক তৈরি করতে বাধ্য করছে গৌতম গম্ভীরকে? কেউ কেউ বিশ্বকাপের প্রথম দলে সঞ্জুর থাকা নিয়েও সংশয় প্রকাশ করছেন।

এই পরিস্থিতিতে সঞ্জুর পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। তাঁর মতে, সঞ্জু স্যামসনকে ঠিক মতো সুযোগ এবং সঠিক ব্যাটিং পজিশন নামতে দেওয়াটা অত্যন্ত জরুরি। ইরফান পাঠানের দাবি, সঞ্জুকে মিডল অর্ডারে নামিয়ে তাঁর প্রতি অন্যায় করা হয়েছে। ছন্দে ফেরার জন্য সময় ও ভরসা দুটোই জরুরি বলে মনে করেন তিনি। তবে বাস্তবের মাটিতে পা রাখছেন সঞ্জু। স্পষ্ট ভাষায় বলেছেন, “সঞ্জু রান না করলে টিম ম্যানেজমেন্ট তাকে বদলে ইশান কিষাণকে খেলানোর সিদ্ধান্ত নেবে।” অর্থাৎ, সমর্থন থাকলেও পারফরম্যান্সই শেষ কথা, এটি পরিষ্কার করে দিলেন প্রাক্তন তারকা।

ইরফান পাঠান প্রশংসা করেছেন তরুণ ব্যাটার তিলক বর্মারও। তাঁর মতে, চাপের মুখে খেলার ক্ষমতা তিলকের বড় শক্তি। যদিও চোটের কারণে তিনি নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারেননি। তবে বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ভারতের জন্য একটি বড় স্বস্তির খবর। সব মিলিয়ে শনিবারের ম্যাচ সঞ্জু স্যামসনের কাছে শুধুই আর একটা টি-টোয়েন্টি নয়, এটা তাঁর জন্য সমালোচকদের জবাব দেওয়াও বটে। নিজের জায়গা পাকা করার এবং ভবিষ্যতে আবারও আস্থা ফেরানোর সুবর্ণ সুযোগ।