Sara Tendulkar: গিলের বোনের সঙ্গে এক গাড়িতে সারা, নেটিজ়েনরা বলছেন, ‘প্রেম তা হলে জমে ক্ষীর’

Shubman Gill-Sara Tendulkar: এই প্রথম বার সারার সঙ্গে শুভমনের নাম জুড়ল, তা কিন্তু একেবারেই নয়। অতীতে বহুবার তাঁদের ডেটিংয়ের গুঞ্জন শোনা গিয়েছে। শুভমনকে একাধিক ম্যাচে গ্যালারি থেকে শুনতে হয়েছে, 'হামারি ভাবি ক্যায়সি হো, সারা ভাবি জ্যায়সি হো।' লন্ডনে একই ক্যাফে থেকে তাঁদের ইন্সটাগ্রামে নিজের নিজের ছবি শেয়ার করার সময়ও তাঁদের প্রেম নিয়ে জল্পনা কম হয়নি। এ বার গিলের বোনের সঙ্গে সারাকে দেখে সেই জল্পনা আরও বাড়ল।

Sara Tendulkar: গিলের বোনের সঙ্গে এক গাড়িতে সারা, নেটিজ়েনরা বলছেন, 'প্রেম তা হলে জমে ক্ষীর'
Sara Tendulkar: গিলের বোনের সঙ্গে এক গাড়িতে সারা, নেটিজ়েনরা বলছেন, 'প্রেম তা হলে জমে ক্ষীর'
Follow Us:
| Updated on: Jan 21, 2024 | 12:21 PM

কলকাতা: প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া… নেটিজ়েনরা সচিন কন্যা সারা তেন্ডুলকরকে (Sara Tendulkar) নিয়ে এ কথাই বলাবলি করছেন। আবার খবরের শিরোনামে সারা তেন্ডুলকর। আসলে গত কয়েক বছর ধরে সারার সঙ্গে ভারতের তরুণ ক্রিকেটার শুভমন গিলের (Shubman Gill) ডেটিং নিয়ে চর্চা হয়েছে। শুধু ডেটিং নয়, শুভমন-সারার প্রেমের গুঞ্জনও উঠেছে বার বার। এ বার ফের তাঁদের প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছে। নেপথ্যে শুভমন গিলের বোন শাহনীল গিল (Shahneel Gill)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সারার এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে একটি গাড়ির ভেতরে রয়েছেন সারা এবং শাহনীল। তারপর থেকে নেটিজ়েনরা বলাবলি শুরু করেছেন, ‘প্রেম তা হলে জমে ক্ষীর।’

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি গাড়ির ভেতর বসে গল্প করছেন সারা তেন্ডুলকর এবং শাহনীল গিল। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, শাহনীল গিলের সঙ্গে ডিনারে গিয়েছিলেন সচিন কন্যা সারা। তাঁদের একসঙ্গে দেখে পাপারাৎজিরা ভিড় জমান ক্যামেরাবন্দি করার জন্য। সারার পরনে ছিল একটি কালো ড্রেস আর শাহনীল পরেছিলেন একটি ধূসর রংয়ের ড্রেস। সঙ্গে শাহনীলের মুখে ছিল মাস্ক।

একাধিক ক্যামেরা সারা-শাহনীলকে এক ফ্রেমে বন্দি করার সময় দেখা যায়, হাত দিয়ে সচিন কন্যা মুখ ঢাকছেন। পরে আবার দেখা যায় হাসিমুখে তিনি শাহনীলের সঙ্গে গল্পও করেন। শাহনীলের মুখে মাস্ক থাকলেও তাঁকে সকলেই চিনতে পেরেছেন। রাতের বেলায় শুভমনের বোনের সঙ্গে সারাকে এ ভাবে ডিনার করে এক গাড়িতে দেখে নেটিজ়েনরা একাধিক কমেন্ট করেছেন। সারা যেহেতু হাত দিয়ে মুখ ঢেকেছিলেন, তাই একজন লিখেছেন, ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া।’

এই প্রথম বার সারার সঙ্গে শুভমনের নাম জুড়ল, তা কিন্তু একেবারেই নয়। অতীতে বহুবার তাঁদের ডেটিংয়ের গুঞ্জন শোনা গিয়েছে। শুভমনকে একাধিক ম্যাচে গ্যালারি থেকে শুনতে হয়েছে, ‘হামারি ভাবি ক্যায়সি হো, সারা ভাবি জ্যায়সি হো।’ লন্ডনে একই ক্যাফে থেকে তাঁদের ইন্সটাগ্রামে নিজের নিজের ছবি শেয়ার করার সময়ও তাঁদের প্রেম নিয়ে জল্পনা কম হয়নি। এ বার গিলের বোনের সঙ্গে সারাকে দেখে সেই জল্পনা আরও বাড়ল।