India vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে নেই ঈশান কিষাণ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 27, 2022 | 5:44 PM

ধর্মশালায় সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারার বাউন্সারে চোট পান ঈশান। সঙ্গে সঙ্গে টিম ইন্ডিয়ার ডাক্তার মাঠে আসেন। দ্বিতীয় ম্যাচে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পর, ঈশানকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁর স্ক্যান করানো হয়।

India vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে নেই ঈশান কিষাণ
India vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে নেই ঈশান কিষাণ (ছবি-বিসিসিআই টুইটার)

Follow Us

নয়াদিল্লি: এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ (T20) সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া (Team India)। আজ ধর্মশালায় সিরিজের শেষ ম্যাচ। তার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। দাসুন শানাকাদের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan)। বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। ধর্মশালায় সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারার বাউন্সারে চোট পান ঈশান। সঙ্গে সঙ্গে টিম ইন্ডিয়ার ডাক্তার মাঠে আসেন। দ্বিতীয় ম্যাচে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পর, ঈশানকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তাঁর স্ক্যান করানো হয়। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ঈশান কিষাণের স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। কিন্তু বিসিসিআইয়ের মেডিকেল টিম তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। তাই তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে খেলবেন না।

১৫ বলে ১৬ রান করে দ্বিতীয় ম্যাচে মাঠ ছাড়েন ঈশান। আপাতত ঈশানের মাথার আঘাত পর্যবেক্ষণ করবে ভারতের মেডিকেল দলের সদস্যরা। ফলে শানাকাদের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে একটা বদল নিশ্চিত। ঈশানের জায়গা সম্ভবত নিতে চলেছেন সঞ্জু স্যামসন। শ্রীলঙ্কার বিরুদ্ধে আজকের ম্যাচটা জিতলেই রেকর্ড গড়বে ভারত। টানা ১১টি টি-২০ ম্যাচে অপরাজিত রয়েছে ভারতীয় দল। টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটা একটা রেকর্ড। আজ রোহিতরা জিতলে শ্রীলঙ্কা যেমন হবে হোয়াইটওয়াশ। তেমনই নতুন রেকর্ড গড়বে ভারত। এর আগে আফগানিস্তান টানা ১২টি টি-২০ ম্যাচ জিতেছে। আজ রোহিতদের সামনে সুযোগ রশিদ খানদের রেকর্ডে ভাগ বসানোর। টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের কাছে হারীর পর থেকে আর কোনও ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া। কুড়ি-বিশের বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলার পর, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছে ভারত।

দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ছন্দে রয়েছেন শ্রেয়স আইয়ার। লখনউয়ে প্রথম ম্যাচে অপরাজিত ৫৭ রানের পর ধর্মশালায় দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৭৪ রান করেছেন নাইটদের নতুন নেতা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সূর্যকুমারের পারফরম্যান্স দেখে যখন মনে হচ্ছিল রিজার্ভ বেঞ্চটাই শ্রেয়সের জায়াগ হতে চলেছে। ভারতীয় দলের অন্দর মহল থেকে খবর উঠে এসেছিল শ্রেয়সকে নাকি বার্তা দেওয়া হয়েছে, বোলিং করার। অলরাউন্ডার হিসেবে ভাবে যেতে পারে তাঁকে। শুধু ব্যাটার হিসেবে আপাতত জায়গা হচ্ছে না। ছবিটা মাত্র দুটো ম্যাচে বদলে দিলেন শ্রেয়স। তাঁর ব্যাট যা বলছে, তাতে সূর্যকুমার ফিট হয়ে দলে ফিরলেও এ বার তাঁকেই বাইরে বসতে হবে। অপেক্ষা করতে হবে শ্রেয়সের অফ ফর্মের। আজ ম্যান অব দ্য সিরিজের পুরস্কার ওঠার সম্ভাবনা শ্রেয়সের হাতেই।

Next Article