Ishan Kishan: ক্যারিবিয়ান খাবার মুখে তুলতে পারছেন না, যা করলেন ঈশান…

IND vs WI: ক্যারিবিয়ান সফরে গিয়ে বিপাকে ঈশান কিষাণ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডমিনিকায় টেস্ট অভিষেক হয়েছে ঈশান কিষাণের। ডেবিউ টেস্টে যদিও মাত্র ১ রান করেন ঈশান। তিনি ওই ১ রান করার পরই ইনিংস ডিক্লেয়ার করে দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

Ishan Kishan: ক্যারিবিয়ান খাবার মুখে তুলতে পারছেন না, যা করলেন ঈশান...
Ishan Kishan: ক্যারিবিয়ান খাবার মুখে তুলতে পারছেন না, যা করলেন ঈশান...Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 6:05 PM

ত্রিনিদাদ: জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটাররা বিভিন্ন জায়গায় সফরে যান। বিদেশের পরিবেশে খেলাধূলার পাশাপাশি খাওয়া-দাওয়ার ব্যাপারটিও সকল ক্রিকেটারকে মানিয়ে নিতে হয়। ভারতীয় সময়ের সঙ্গে বিদেশের সময়ের পার্থক্য থাকে। তাই ম্যাচের সময়েও হের ফের হয়। বর্তমানে ক্যারিবিয়ান সফরে (India Tour of West Indies) গিয়েছে ভারতীয় দল। সেখানে ডমিনিকায় প্রথম টেস্টে জিতেছে টিম ইন্ডিয়া। এ বার আগামী কাল থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়ো। ক্যারিবিয়ান সফরে গিয়ে চাপে পড়েছেন টিম ইন্ডিয়ার (Team India) উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan)। কী সমস্যায় পড়লেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ক্যারিবিয়ান সফরে গিয়ে খাবার মুখে তুলতে পারছেন না ঈশান কিষাণ!

আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ত্রিনিদাদ বিমানবন্দরে চকলেট কিনছিলেন শুভমন গিল ও ঈশান কিষাণ। সেই সময় ঈশান কিষাণ জানান, তিনি সেখান থেকে বেশ কয়েকটা ডার্ক চকলেট কিনেছেন। কারণ হিসেবে ঈশান বলেন, ‘এখানকার খাবার অদ্ভুত। তাই রাতে চকলেট প্রয়োজন হয়।’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডমিনিকায় টেস্ট অভিষেক হয়েছে ঈশান কিষাণের। ডেবিউ টেস্টে যদিও মাত্র ১ রান করেন ঈশান। তিনি ওই ১ রান করার পরই ইনিংস ডিক্লেয়ার করে দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ডমিনিকায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হয়নি ভারতকে। এক ইনিংস ও ১৪১ রানে প্রথম টেস্ট জিতে নেয় টিম ইন্ডিয়া। এ বার দেখার দ্বিতীয় টেস্টে তিনি একাদশে সুযোগ পেলে কেমন পারফর্ম করেন। উল্লেখ্য, আগামী কাল ২০ জুলাই থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।