IND vs PAK, Asia Cup: রানা-রাজের প্রতাপ, ভারতকে ২০৬ রানের লক্ষ্য দিল পাকিস্তান

Emerging Asia Cup 2023: টস জিতে পাকিস্তান অধিনায়ক সায়াম আয়ুব ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত বুমেরাং হয় তাদের জন্য। নতুন বলে অনবদ্য বোলিং হর্ষিত রানা এবং রাজবর্ধন হাঙ্গারকেকরের। মেডেন দিয়ে ইনিংস শুরু হর্ষিতের।

IND vs PAK, Asia Cup: রানা-রাজের প্রতাপ, ভারতকে ২০৬ রানের লক্ষ্য দিল পাকিস্তান
Image Credit source: twitter
Follow Us:
| Updated on: Jul 19, 2023 | 5:51 PM

মুখে বলছেন এটা শুধুই একটা ম্যাচ। তবে ভারত-পাকিস্তান ম্যাচ যে বাকি ম্যাচের তুলনায় পুরোপুরি আলাদা সেটা শরীরীভাষাতেই পরিষ্কার। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে চলছে ভারত-পাক মহারণ। এমার্জিং এশিয়া কাপে গত বারের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। নতুন ম্যাচে বাড়তি তাগিদ দু-দলের ক্রিকেটারদের মধ্যেই। টস জিতে প্রথমে ব্যাট করে ভারতকে ২০৬ রানের লক্ষ্য দিল পাকিস্তান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ বারের এমার্জিং এশিয়া কাপে প্রেমদাসা স্টেডিয়ামে এই ম্যাচের আগে খেলেনি পাকিস্তান। নেপালের বিরুদ্ধে গত ম্যাচ এই মাঠেই খেলেছিল ভারত। ফলে পিচ, পরিস্থিতি সম্পর্কে অনেকটাই ওয়াকিবহাল ভারতীয় ক্রিকেটাররা। টস জিতে পাকিস্তান অধিনায়ক সায়াম আয়ুব ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত বুমেরাং হয় তাদের জন্য। নতুন বলে অনবদ্য বোলিং হর্ষিত রানা এবং রাজবর্ধন হাঙ্গারকেকরের। মেডেন দিয়ে ইনিংস শুরু হর্ষিতের। দ্বিতীয় ওভারে ব্রেক থ্রুর সুযোগ দিয়েছিলেন হাঙ্গারকেকর। যদিও স্লিপে ক্যাচ ফেলেন রিয়ান পরাগ। তবে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি উইকেটের জন্য। নিজের দ্বিতীয় ওভারেই জোড়া উইকেট মেডেন রাজবর্ধন হাঙ্গারকেকরের। দুটিই কট বিহাইন্ড।

পাকিস্তান ইনিংসে ভরসা দেন সাহাবজাদা ফারহান। তাঁকে ফিরিয়ে পাক শিবিরে ফের অস্বস্তি আনেন রিয়ান। ভারতীয় বোলারদের ডট বলের চাপে শট খেলতে বাধ্য হন পাক ব্যাটাররা। মাত্র ৯৫ রানেই ৬ উইকেট হারায় পাকিস্তান। তাদের লোয়ার অর্ডার ব্যাটাররা প্রতিরোধ না গড়লে অনেক আগেই শেষ হয়ে যেত পাকিস্তান ইনিংস। স্পিনার কাসিম আক্রম ৪৮ রান করেন। শেষ অবধি ৪৮ ওভারে ২০৫ রানেই শেষ পাকিস্তান ইনিংস। ৫ উইকেট নেন রাজবর্ধন হাঙ্গারকেকর। হর্ষিত রানা উইকেট না পেলেও চাপ তৈরি করেন। তিন উইকেট নিয়েছেন মানব সুতার।