IND vs WI: মাইলস্টোন ম্যাচের আগে বিরাটকে শুভেচ্ছা ‘প্রিন্স অব ত্রিনিদাদ’ ব্রায়ান লারার
Brian Lara: কুইন্স পার্ক ওভালে আগামী কাল, ২০ জুলাই থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ। তার আগে ত্রিনিদাদে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার সঙ্গে দেখা হয়েছে ভারতীয় ক্রিকেটারদের।
ত্রিনিদাদ: ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপট দেখিয়ে প্রথম টেস্টে জিতেছিল রোহিত শর্মার ভারত (India)। এ বার পোর্ট অব স্পেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) দ্বিতীয় টেস্টের পালা। আগামী কাল, বৃহস্পতিবার দুই দল এক মাইলস্টোন ম্যাচে নামতে চলেছে। আসলে ক্যারিবিয়ান সফরে এ বারের ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ১০০তম টেস্ট ম্যাচ। এই ম্যাচ বিশেষ বিরাট কোহলির (Virat Kohli) কাছেও। কারণ, তিনি ত্রিনিদাদে কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে খেলবেন। তার আগে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার (Brian Lara) সঙ্গে সাক্ষাৎ হল বিরাট কোহলি, রোহিত শর্মাদের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ব্রায়ান লারাকে ‘প্রিন্স অব ত্রিনিদাদ’ বলা হয়। বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে অনুশীলনের ফাঁকে এক সময় লারার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি। সেই সময় লারা হাত বাড়িয়ে দেন কোহলির দিকে। হ্যান্ডশেকের পর একে অপরকে জড়িয়ে ধরেন। ওই সময় লারা মোবাইলে কারও সঙ্গে কথা বলছিলেন। তার ফাঁকেই বিরাটের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন লারা। কোহলিকে শুভেচ্ছাও জানান লারা।
ক্যারিবিয়ান কিংবদন্তির সঙ্গে এরপর দেখা হয় ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের। তাঁরা কিছুক্ষণ কথাও বলেন। এরপর একে একে রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, অজিঙ্ক রাহানে এবং ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে কথা বলেন লারা। বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিয়োতে দেখা যায় রোহিত শর্মার সঙ্গেও কিছুক্ষণ কথা বলেন লারা। তিনি আসলে ওয়েস্ট ইন্ডিজ টিমের মেন্টর। তাই তিনি ক্যারিবিয়ান টিমের অনুশীলনেও উপস্থিত থাকছেন।
When in Trinidad, you do not miss catching up with the legendary Brian Lara ??#TeamIndia | #WIvIND | @BrianLara pic.twitter.com/t8L8lV6Cso
— BCCI (@BCCI) July 19, 2023
ত্রিনিদাদে বিরাট-রোহিতদের অনুশীলনের পর একাধিক ভারতীয় ফ্যান তাঁদের ঘিরে ধরেন। তাঁরা বিরাট-রোহিত-জাডেজাদের থেকে অটোগ্রাফ নেন। সেলফি তোলেন। সকল ভক্তদের আবদার হাসিমুখে মেটান ভারতীয় ক্রিকেটাররা।
Memories to savour ?
Smiles ?, selfies ?, autographs ? in plenty for lucky #TeamIndia fans in Trinidad ?#WIvIND pic.twitter.com/7kbhb8M66f
— BCCI (@BCCI) July 19, 2023