নয়াদিল্লি : সেই শৈশবকাল থেকে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে ইশান্ত শর্মার (Ishant Sharma) বন্ধুত্ব। অনূর্ধ্ব-১৯ দলে একসঙ্গে খেলতেন তাঁরা। দু’জনই দিল্লির ছেলে হওয়ায় তাঁদের মধ্যে একটা আলাদা বন্ড তৈরি হয়ে গিয়েছিল। বিরাটের সঙ্গে এখনও ইশান্তের বন্ধুত্ব অটুট। সম্প্রতি ইশান্ত জানিয়েছেন, ছেলেবেলা থেকেই তিনি বিরাটকে খুব কাছ থেকে দেখেছেন। বিরাটের কিং কোহলি হয়ে ওঠার সাক্ষী তিনি। সেই সঙ্গে অতীতে বিরাটের বাবার মৃত্যুর পর তাঁর মুষড়ে যাওয়া দিনদগুলির সঙ্গীও ইশান্ত। অনূর্ধ্ব-১৭ থেকে শুরু করে অনূর্ধ্ব-১৯ একসঙ্গে কাটিয়েছেন বিরাট ও ইশান্ত। তারপর জাতীয় দলেও একসঙ্গে খেলেছেন তাঁরা। সম্প্রতি বিরাটের এক সিক্রেট ফাঁস করে দিয়েছেন ইশান্ত। তাঁরা তখন অনূর্ধ-১৯ দলে খেলতেন। সেই সময় এক ম্যাচের আগে বিরাট সারারাত পার্টি করেছিলেন। তারপর… কী বললেন ইশান্ত শর্মা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারতীয় তারকা ক্রিকেটার ইশান্তের কথায়, তাঁরা যেহেতু সেই ছেলেবেলার বন্ধু তাই বিরাটকে সব রকম পর্যায়ে তিনি দেখেছেন। এই নিয়ে বলতে বলতে ইশান্ত জানান, বিরাট পার্টি করতে খুব ভালোবাসত। তিনি কোহলির পার্টি করা থেকে শুরু করে ট্যাটু করা সবই দেখেছেন। একইসঙ্গে বিরাটের কেরিয়ার যেভাবে পাল্টে গিয়েছে তারও সাক্ষী ইশান্ত।
ইশান্ত শর্মা জানান কলকাতায় এক বার দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে এসেছিলেন তাঁরা। ইশান্ত জানান, সে বার ম্যাচের আগেরদিন সারারাত ধরে পার্টি করেছিলেন বিরাট কোহলি। তা যদিও তাঁর খেলায় ছাপ ফেলেনি। পরের দিন ২৫০ রান করেন কোহলি। ইশান্ত আরও জানান, কলকাতায় ম্যাচ শেষ হলে তিনি ও বিরাট এগরোল খেতে যেতেন।
২০২১ সালের পর থেকে ইশান্তের জন্য জাতীয় দলের দরজা আর খোলেনি। অন্যদিকে বিরাট কোহলি এখনও খেলে চলেছেন। উল্লেখ্য, এখন তিনি আইপিএলে খেলেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে দেশের হয়ে তিন ফর্ম্যাটেই খেলেছেন ইশান্ত। ভারতের হয়ে ১০৫টি টেস্টে খেলেছেন ইশান্ত। তাঁর নামের পাশে রয়েছে ৩১১টি উইকেট। রান করেছেন ৭৮৫। ৮০টি ওডিআই ম্যাচে নিয়েছেন ১১৫টি উইকেট আর করেছেন ৭২ রান। এ ছাড়া দেশের হয়ে ১৪টি টি-২০ ম্যাচে তিনি নিয়েছেন ৮টি উইকেট এবং করেছেন ৮ রান।