মুম্বই : সাম্প্রতিক ফর্মের দিক থেকে বিরাট কোহলিকে (Virat Kohli) বিচার করা খুব কঠিন। দীর্ঘ তিন বছর শতরান নেই। হাতে গোনা কিছু মনে রাখার মতো ইনিংস। ব্যর্থতাই বেশি করে চোখে পড়ে। নিজের যে মাপকাঠি গড়ে রেখেছেন, পারফরম্যান্সে তার ধারেকাছেও নেই বিরাট কোহলি। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রম মনে করেন, কোহলিকে নিয়ে অযথা সমালোচনা হচ্ছে। অনেকেই বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের (Babar Azam) তুলনা টানছেন। গত কয়েক বছর অনবদ্য খেলছেন পাকিস্তান অধিনায়ক বাবর। বিরাট কোহলির মতো সর্বকালের সেরার সঙ্গে একই সারিতে রাখার সময় আসেনি, এমনটাই মত কিংবদন্তি পাকিস্তান পেসার ওয়াসিম আক্রম (Wasim Akram)। বিরাটের সঙ্গে বাবরের তুলনার সময় আসেনি বলেই মনে করেন।
আগামী ২৭ অগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। পরদিন ভারত-পাকিস্তান ম্যাচ। টুর্নামেন্টে নজর থাকবে বিরাটের দিকে। ইংল্যান্ড সফরের পর বিশ্রাম দেওয়া হয়েছিল। ছুটি, বিশ্রাম পর্ব কাটিয়ে মানসিকভাবে তরতাজা হয়ে ফিরছেন বিরাট। পারফরম্যান্সে উন্নতি দেখা যাবে, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। কোহলি খারাপ ফর্মের মধ্যে থাকলেও বাবর সব ফরম্যাটেই দাপট দেখাচ্ছেন। তুলনার জায়গা তৈরি হচ্ছে সে কারণেই। ওয়াসিম আক্রম বলছেন, ‘শুরুতে একটা বিষয় পরিষ্কার করতে চাই, বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা অপ্রয়োজনীয়। বিরাট সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। ওর ফিটনেস ঈর্ষণীয়। ভারতীয় দলে অন্যতম সেরা ফিল্ডার বিরাট। যা বলা হয়ে থাকে, ক্লাস চিরস্থায়ী। বিরাটের ক্ষেত্রেও তাই। আশা করব ও যাতে পাকিস্তানের বিরুদ্ধে ফর্মে না ফেরে। বিরাট দ্রুতই ফর্মে ফিরবে এটুকু বলতে পারি।’
বিরাটের সঙ্গে বাবরের তুলনা প্রসঙ্গে যোগ করলেন, ‘তুলনা হয়তো স্বাভাবিক। আমাদের সময়েও সকলে ইনজামাম, রাহুল দ্রাবিড় এবং সচিন তেন্ডুলকরের তুলনা করত। তার আগে সুনীল গাভাসকর, জাভেদ মিয়াঁদাদ, গুন্ডাপ্পা বিশ্বনাথ এবং জাহির আব্বাসের মধ্যে তুলনা চলত। বাবর ধারাবাহিক ভালো খেলছে। টেকনিকের দিক থেকেও খুব ভালো। ফিট এবং রানের মধ্যে রয়েছে। অধিনায়ক হিসেবে তরুণ হলেও দ্রুত শিখছে। সব দিক বিচার করেও বলতে চাই, বিরাটের সঙ্গে বাবরের তুলনা বড্ড তাড়াহুড়ো। বিরাট কোহলির মতো হওয়ার জন্য বাবর সঠিক পথেই চলছে। এখনই তাদের তুলনা হয় না। বর্তমান সময়ের সেরাদের মতো হওয়ার দিকেই এগচ্ছে বাবর।’
চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি। গত টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। পাকিস্তানের জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা ছিল শাহিনের। পাকিস্তানের জন্য বড় ধাক্কা বলেই মত ওয়াসিম আক্রমের। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এশিয়া কাপে সূর্যকুমার যাদবের পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে ওয়াসিম।