মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ক্যাপ্টেন্সি কেন রোহিত শর্মার (Rohit Sharma) থেকে হার্দিক পান্ডিয়ার হাতে সঁপে দেওয়া হল? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এমআই ভক্ত ও রোহিতপ্রেমীদের মনে। আইপিএলের নিলাম পর্ব শেষ। কিন্তু তার আগে হিটম্যানের ভক্তদের মধ্যে শুরু হওয়া রোহিত বনাম হার্দিকের রেশ এখনও কাটেনি। এই পরিস্থিতিতে মুম্বইয়ের গ্লোবাল হেড অব ক্রিকেট মাহেলা জয়বর্ধনে আইপিএল নিলামের পর জানিয়েছেন, রোহিতকে নেতার দায়িত্ব থেকে সরানোর কাজটা খুব কঠিন ছিল। একইসঙ্গে জয়বর্ধনে জানিয়ে দিয়েছেন, নেতা না থাকলেও রোহিত যতদিন মুম্বই ইন্ডিয়ান্সে থাকবেন মাঠে এবং মাঠের বাইরে দলকে গাইড করবেন।
এরপরও যে প্রশ্নটা উঠছেই তা হল, নেতা হার্দিকের অধীনে মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার ভূমিকা কি আগের মতোই থাকবে? মুম্বইয়ের গ্লোবাল হেড অব ক্রিকেট মাহেলা জয়বর্ধনের কথায়, ‘রোহিতকে সরানোর সিদ্ধান্তটা খুব কঠিন ছিল। কারণ, এই সিদ্ধান্তের সঙ্গে আবেগ জড়িয়ে ছিল। এবং এই সিদ্ধান্তের ফলে সমর্থকরাও অবাক হয়েছিলেন। কিন্তু ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমাদের একটা সিদ্ধান্ত নিতেই হত। আর সেটা হঠাৎ করে নেওয়া হয়নি।’
মাহেলা জয়বর্ধনে মনে করেন, রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের নেতা না থাকলেও তাঁর অভিজ্ঞতা দলকে অনেক সাহায্য করবে। তিনি বলেন, ‘রোহিত এই দলের গুরুত্বপূর্ণ সদস্য। ওর জায়গা ঠিক আগের মতোই রয়েছে। ও এই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। তরুণরা ওকে দেখে শেখে। মাঠে এবং মাঠের বাইরে দলটাকে ও গাইড করবে আগের মতোই।’
মুম্বইয়ের নতুন অধিনায়ক হিসেবে হার্দিকের নাম ঘোষণা নিয়েও জানিয়েছেন জয়বর্ধনে। তাঁর কথায়, ‘হার্দিক পান্ডিয়া দীর্ঘদিন ধরে মুম্বইয়ে খেলেছেন। আইপিএলে এবং জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও ওর রয়েছে। আর সেই অভিজ্ঞতাটাই আমরা কাজে লাগাতে চাইছি। আমরা আশাবাদী ও মুম্বই ইন্ডিয়ান্সকে নতুন উচ্চতায় নিয়ে যাবে’
আইপিএলে মুম্বইয়ের ক্যাপ্টেনের পদ থেকে রোহিতকে সরিয়ে দেওয়ার বিষয়ে জয়বর্ধনে টেনে নিয়ে এসেছেন সচিন তেন্ডুলকরের উদাহরণ। তিনি বলেন, ‘সচিনও তরুণদের সঙ্গে খেলেছিল। ও একটা সময়ে অন্যের হাতে নেতৃত্ব ছেড়ে দিয়েছিল। যে এই দলকে সঠিক পথে নিয়ে যেতে পারে। এই বিষয়টাও ঠিক একই। এগিয়ে যেতে হবে, এ কথা ভেবে আমরা সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। তা হলে দলেরই ভালো হবে।’