Virat Kohli: দ্রুতই ফর্মে ফিরবে বিরাট, প্রত্যাশা বিশ্বজয়ী ভারত অধিনায়কের
Virat Kohli: বিরাটের ব্যাটে ৩৫ রানের ইনিংসে ছন্দে ফেরার ইঙ্গিত দেখছেন কিংবদন্তি কপিল দেব। বলছেন, 'ওকে এভাবে ফিরতে দেখে ভালো লাগছে। বেশ কয়েকটা অনবদ্য় শট দেখেছি। ও নিজের কাছেই শট বাছাই নিয়ে নিশ্চিত হোক, সেটাই চাই। এই ম্যাচটা দেখে মনে হয়েছে ও ফর্মে ফিরছে।'
নয়াদিল্লি : কয়েক সপ্তাহ আগেও বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে অসন্তুষ্ট ছিলেন। ইংল্যান্ড সফরেও বিরাট ব্যর্থ হওয়ায় তাঁকে বাদ দেওয়ার দাবি তুলেছিলেন। বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়কের পরিষ্কার বার্তা ছিল, কেউ ফর্মে না থাকলে তাঁকে বাদ দেওয়াই শ্রেয়। বরং, নতুনদের সুযোগ দেওয়া হোক। অধিনায়ক রোহিত শর্মাকেও নানা প্রশ্ন সামলাতে হয়েছে বিরাটকে নিয়ে। ক্রিকেট বিশেষজ্ঞরা বিরাটের ফর্ম নিয়ে প্রশ্ন তুলছেন, রোহিতকে এমনটা বলতেই জবাব দেন, ‘কারা এই বিশেষজ্ঞ? কেনই বা এদের বিশেষজ্ঞ বলা হয়!’ কপিল দেব (Kapil Dev) বিরাট সম্পর্কে এমনটা বলেছেন জানাতেই, রোহিতের পরিষ্কার বার্তা ছিল, দলের অন্দরে কী হচ্ছে, সেটা যারা বাইরে রয়েছেন, বুঝতে পারবেন না।
বিরাটের একটা ইনিংসের পরই সমালোচনার রাস্তা থেকে ঘুরে গেলেন কপিল দেব। এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রান করেছেন বিরাট কোহলি। বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব আশাবাদী, দ্রুতই ফর্মে ফিরবেন বিরাট কোহলি। এ বারের এশিয়া কাপে পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ দিয়ে অভিযান শুরু করেছে ভারত। ৫ উইকেটে জিতেছে ভারত। ১৪৮ রান তাড়া করতে নেমে দ্রুত লোকেশ রাহুল এবং অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ভারত। বিরাট কোহলি ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও ৩৪ বলে ৩৫ রানে ফেরেন। রানটা খুব কম নয়। স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন থাকতেই পারে। রান তাড়ায় সাময়িক চাপেও ছিল ভারত। রবীন্দ্র জাডেজা-হার্দিক পান্ডিয়ার অলরাউন্ডার জুটি ভারতকে চাপ মুক্ত করেন। ১৭ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন হার্দিক।
বিরাটের ব্যাটে ৩৫ রানের ইনিংসে ছন্দে ফেরার ইঙ্গিত দেখছেন কিংবদন্তি কপিল দেব। বলছেন, ‘ওকে এভাবে ফিরতে দেখে ভালো লাগছে। বেশ কয়েকটা অনবদ্য় শট দেখেছি। ও নিজের কাছেই শট বাছাই নিয়ে নিশ্চিত হোক, সেটাই চাই। এই ম্যাচটা দেখে মনে হয়েছে ও ফর্মে ফিরছে। প্রথম ওভারে ভাগ্যবাণ ছিল। ক্যাচ পড়েছে বিরাটের। ওর অ্যাটিটিউড খুবই ভালো লেগেছে। শুধুমাত্র পাকিস্তান ম্যাচেই নয়, গত দশ বছর ধরেই। সে কারণেই সকলের থেকে ও বড় প্লেয়ার।’
তিন বছর বিরাটের ব্যাটে শতরান নেই। বিরাট যে মান তৈরি করে রেখেছেন, সেই অনুযায়ী এই ফর্ম প্রত্যাশা পূরণে ব্যর্থ। লাগাতার সমালোচনায় বিধ্বস্ত বিরাট কোহলি। মেন্টাল ট্রেনিং কোচ প্যাডি আপটন বিরাটের বিশেষ ক্লাসও নিচ্ছেন। মানসিকভাবে বিরাটকে তরতাজা রাখতেই এমন প্রচেষ্টা প্যাডিং। সমালোচনা থেকে বেরোনো কীভাবে সম্ভব? কপিল দেব বলছেন, ‘এটা সত্যিই বড় বিষয়। কোনও প্লেয়ারই সব ম্যাচে রান পাবে না। তেমনই কোনও প্লেয়ার প্রতি ম্যাচে শূন্য রানেও ফিরবে না। ওর যা দক্ষতা, প্রতিভা, খুব বেশিদিন লাগবে না ফর্মে ফিরতে। শুধু একটা বড় ইনিংসের অপেক্ষা। দ্রুতই ফর্মে ফিরবে, এ বিষয়ে আমার কোনও সন্দেহ নেই।’