ICC Rankings: ‘পাক বধ’ করে টি-২০ ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ হার্দিক পান্ডিয়ার
উপমহাদেশীয় লড়াই চলাকালীন, আইসিসির পক্ষ থেকে টি-টোয়েন্টি ক্রমতালিকা প্রকাশিত হয়েছে। যে ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিয়েছেন 'পাক বধ' এর নায়ক ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pndya)।
দুবাই: চলতি এশিয়া কাপে (Asia Cup 2022) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে ভারত (India)। উপমহাদেশীয় লড়াই চলাকালীন, আইসিসির পক্ষ থেকে টি-টোয়েন্টি ক্রমতালিকা প্রকাশিত হয়েছে। যে ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিয়েছেন ‘পাক বধ’ এর নায়ক ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pndya)। বাবর আজমদের হারিয়ে আইসিসি প্রকাশিত টি-২০ ব়্যাঙ্কিংয়ের (ICC T20 Rankings) অল-রাউন্ডারদের তালিকায় আট ধাপ এগিয়ে গিয়ে পাঁচ নম্বরে উঠে গিয়েছেন হার্দিক। আজ, বুধবার হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে নামবে মেন ইন ব্লু।
Some big movements in the @MRFWorldwide ICC Men’s T20I Player Rankings after the first few matches of #AsiaCup2022 ??
Details ?https://t.co/Mu2pzpq5GW
— ICC (@ICC) August 31, 2022
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার ঝুলিতে ভরেছিলেন হার্দিক পান্ডিয়া। এ বার সেই ম্যাচের পারফরম্যান্সে ভর করেই আইসিসি অল-রাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন তিনি। এটি হার্দিকের কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং। বাবরদের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন হার্দিক। এরপর ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে যান তিনি। ১৭ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে যান হার্দিক। আইসিসি টি-২০ ক্রমতালিকায় ৫ নম্বরে ওঠা হার্দিকের অর্জিত রেটিং পয়েন্ট ১৬৭।
উল্লেখ্য, আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে অল-রাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন আফগান অধিনায়ক মহম্মদ নবি। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ২৫৭। এই তালিকায় ২৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তিন ও চার নম্বরে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের মইন আলি (২২১) ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (১৮৩)।