T20 World Cup 2021: পাকিস্তান ম্যাচের রোমাঞ্চ টের পাচ্ছেন ভুবনেশ্বর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 16, 2021 | 9:34 PM

যতই অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) হোক, এখন থেকেই সেই স্রোত যেন বইতে শুরু করেছে।

T20 World Cup 2021: পাকিস্তান ম্যাচের রোমাঞ্চ টের পাচ্ছেন ভুবনেশ্বর
পাকিস্তান ম্যাচের রোমাঞ্চ টের পাচ্ছেন ভুবনেশ্বর

Follow Us

কলম্বো: ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ মানেই তীব্র উত্তেজনা। যতই অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) হোক, এখন থেকেই সেই স্রোত যেন বইতে শুরু করেছে। ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) মতো অভিজ্ঞ ক্রিকেটারও সেই উত্তেজনা টের পেতে শুরু করেছেন।

সাদা বলের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় (Sri Lanka) গিয়েছেন শিখর ধাওয়ান, ভুবিরা। ওয়ান ডে সিরিজ (ODI) শুরু হচ্ছে রবিবার। তারপর টি-টোয়েন্টি (T-20) সিরিজ। তার আগে ভুবনেশ্বর বলেছেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সব সময় উত্তেজনার। চাপেরও। এই ম্যাচটাও সেই এক রকম রোমাঞ্চকর হবে।’

আইসিসি (ICC) শুক্রবারই গ্রুপের সূচি প্রকাশ করেছে। ২০১৯ সালের বিশ্বকাপেও ভারত-পাক ম্যাচ হয়েছিল। তার পর আবার মুখোমুখি হতে চলেছেন বিরাট কোহলি-বাবর আজমরা। এই ম্যাচই যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আকর্ষণ, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

ভুবি যা নিয়ে বলছেনও, ‘সত্যি কথা বলতে কী, টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান ম্যাচ নিয়ে আমরা এখনও ভাবিনি। তার আগে আমাদের অনেক ম্যাচ খেলতে হবে। আপাতত আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিয়েই ভাবছি। পাশাপাশি আমাদের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজও রয়েছে। তার পর আবার আইপিএল খেলব। এরপর রয়েছে বিশ্বকাপ। সুতরাং এখনই বিশ্বকাপ নিয়ে ভাবার মতো জায়গায় নেই।’

আরও পড়ুন: বিতর্ক থাকলেও পন্থদের পাশে সৌরভ

Next Article