কলকাতা: ক্রিকেট মহলে লর্ডস টেস্টকে অনেকেই বলছেন অ্যান্ডারসন টেস্ট। টেস্ট কেরিয়ারে ইতি টানলেন জিমি অ্যান্ডারসন (James Anderson)। আড়াই দিনে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টেস্টে হারাল ইংল্যান্ড। ৪১ বছর বয়সী অ্যান্ডারসন জানিয়েছিলেন, নিজের কেরিয়ারের শেষ টেস্টে দলের জয়ে অবদান রাখতে চান। জিমির সেই ইচ্ছেপূরণ হয়েছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে লর্ডসে ৪টি উইকেট নিয়েছেন জিমি।
১৮৮টি টেস্টে ৩৫০টি ইনিংসে ৪০ হাজারেরও বেশি ডেলিভারি করেছেন জিমি। মোট ৭০৪টি উইকেট ঝুলিতে ভরে টেস্ট কেরিয়ারে ইতি টানলেন অ্যান্ডারসন। টেস্টের ইতিহাসে তিনি তৃতীয় সর্বাধিক উইকেটশিকারী বোলার। এই তালিকায় শীর্ষে রয়েছেন মুথাইয়া মুরলীধরন ও শেন ওয়ার্ন। শ্রীলঙ্কান কিংবদন্তির ঝুলিতে রয়েছে ৮০০টি উইকেট। আর অস্ট্রেলিয়ান কিংবদন্তি ওয়ার্নের নামে রয়েছে ৭০৮টি উইকেট।
প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে টেস্ট খেলেছেন অ্যান্ডারসন। টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া পেসারদের তালিকায় শীর্ষে কিন্তু জিমিই। কারণ মুরলীধরন ও ওয়ার্ন স্পিনার। অল্পের জন্য ওয়ার্নকে ছাপিয়ে যাওয়া হল না জিমির। এই ম্যাচে ওয়ার্নকে ছাপিয়ে যেতে হলে অ্যান্ডারসনকে নিতে হত ৯টি উইকেট। কিন্তু ৯টি উইকেট আসেনি জিমির ঝুলিতে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন ১টি উইকেট। আর দ্বিতীয় ইনিংসে নেন ৩টি উইকেট। জিমির কেরিয়ারের শেষ উইকেট জোসুয়া ডি সিলভার।
লর্ডস টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস। প্রথং ইনিংসে ১২১ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। গাস আটকিনসন একাই তুলে নেন ৭টি উইকেট। আর একটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন, ক্রিস ওকস ও বেন স্টোকস। এরপর ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৭১ রান তুলে অল আউট হয়। দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজরা। দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নেন গাস আটকিনসন, ৩টি উইকেট জিমির এবং ২টি উইকেট বেন স্টোকসের। যার ফলে এক ইনিংস ও ১১৪ রানে ম্যাচ জিতে ৩ টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড।
জিমির অনবদ্য টেস্ট কেরিয়ারে ইতি টানার পর সোশ্যাল মিডিয়া সাইট X এ তাঁর এক ছবি দিয়ে পোস্ট করেছেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর।
Hey Jimmy!
You’ve bowled the fans over with that incredible 22-year spell. Here’s a little wish as you bid goodbye.
It has been a joy to watch you bowl – with that action, speed, accuracy, swing and fitness. You’ve inspired generations with your game.
Wish you a wonderful life… pic.twitter.com/ETp2e6qIQ1
— Sachin Tendulkar (@sachin_rt) July 12, 2024