T20 World Cup 2024: সেলিব্রেশনই বলে দিচ্ছিল জয়ের নেপথ্যের গল্প… বিশ্বজয়ীদের প্রশংসায় পঞ্চমুখ লক্ষ্মণ

Jul 12, 2024 | 4:41 PM

১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। ১১ বছর পর আইসিসি ট্রফি এসেছে ভারতে। সব মিলিয়ে এত খুশি ধরার জায়গা নেই ভারতীয় শিবিরে। যে কারণে বার বার ঘুরে ঘুরে আসছে ভারতের বিশ্বজয়ের গল্প। বোর্ডের সোশ্যাল মিডিয়ায় সাইটে ভিভিএস লক্ষ্মণের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে তিনি ভারতের বিশ্বকাপ জয় নিয়ে নানা কথা বলেছেন।

T20 World Cup 2024: সেলিব্রেশনই বলে দিচ্ছিল জয়ের নেপথ্যের গল্প... বিশ্বজয়ীদের প্রশংসায় পঞ্চমুখ লক্ষ্মণ
T20 World Cup 2024: সেলিব্রেশনই বলে দিচ্ছিল জয়ের নেপথ্যের গল্প... বিশ্বজয়ীদের প্রশংসায় পঞ্চমুখ লক্ষ্মণ
Image Credit source: ICC

Follow Us

কলকাতা: ভারতের বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ের ২ সপ্তাহ এখনও হয়নি। থেকে থেকেই ভারতের বিশ্বজয়ের নানা গল্প, ভিন্ন মোড়কে সামনে আসছে। কখনও ক্রিকেটাররা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরছেন। কখনও দেশের প্রাক্তনীরা আনন্দের ঝাঁপি উজাড় করছেন। বর্তমানে ভারতের তরুণ ব্রিগেড জিম্বাবোয়ে সফরে গিয়েছে। সেখানে তাঁদের কোচ হিসেবে গিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। হারারে থেকে এ বার লক্ষ্মণ ভারতীয় টিমের (Team India) বিশ্বজয়ীদের প্রশংসায় ভরালেন।

১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। ১১ বছর পর আইসিসি ট্রফি এসেছে ভারতে। সব মিলিয়ে এত খুশি ধরার জায়গা নেই ভারতীয় শিবিরে। যে কারণে বার বার ঘুরে ঘুরে আসছে ভারতের বিশ্বজয়ের গল্প। বোর্ডের সোশ্যাল মিডিয়ায় সাইটে ভিভিএস লক্ষ্মণের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে তিনি ভারতের বিশ্বকাপ জয় নিয়ে নানা কথা বলেছেন। সেখানেই লক্ষ্মণ বলেন, ‘টিমের সকলে যে কঠোর পরিশ্রম করেছে, ওদের সেলিব্রেশন বলে দিচ্ছিল জয়ের নেপথ্যে কত বড় গল্প রয়েছে। প্রত্যেকের আবেগ ঝরে পড়ছিল। টিমে থাকা ক্রিকেটারদের মতোই সাপোর্ট স্টাফদেরও স্বপ্নপূরণ হয়েছে।’

গত বছর ৫০ ওভারের বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু শেষ হার্ডলটা পেরোতে পারেনি। এ বার টি-২০ বিশ্বকাপেও সব ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু এ বার কোনও ভুল নয়। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরেছে ভারত। লক্ষ্মণের কথায়, ‘এই বিশ্বকাপ জয় দেশের প্রত্যেকে উপভোগ করছে। রাহুলকে আমি অনেক দিন ধরে চিনি। একসঙ্গে খেলেছি। শেষ বল হওয়ার পর ওকে দেখছিলাম। তারপর দলের সকলের সঙ্গে যখন কথা বলছিল এবং যখন ট্রফি হাতে তুলে নিয়েছিল ও সেই মুহূর্তগুলো অসাধারণ। ওর চোখ মুখ বলে দিচ্ছিল ও কতটা খুশি।’

লক্ষ্মণ দলের প্রত্যেকের অবদানের কথা বলার পাশাপাশি জানান, তিনি মনে করেন বিরাট, রোহিত ও জাডেজারা অত্যন্ত প্রতিভাবান প্লেয়ার। এনসিএ প্রধান একইসঙ্গে আশাবাদী, টি-২০ ক্রিকেট থেকে তাঁরা অবসর নিলেও, টেস্ট ও ওডিআইতে তাঁরা খেলা চালিয়ে যাবেন। এবং দেশের জার্সিতে ছাপ রেখে যাবেন।

Next Article