India vs England 2021: কুম্বলেকে টপকে গেলেন জিমি
টেস্ট ক্রিকেটের (Test Cricket) সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় তিন নম্বরে পৌঁছে গিয়েছেন জেমস অ্যান্ডারসন।
৩৯ বছর বয়সেও দাপিয়ে খেলছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন (James Anderson)। ভারত-ইংল্যান্ড (India vs England) চলতি টেস্ট সিরিজে অসাধারণ ছন্দে রয়েছেন জিমি। যার সুবাদে টেস্ট ক্রিকেটের (Test Cricket) সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় তিন নম্বরে পৌঁছে গিয়েছেন তিনি। ভারতের প্রথম ইনিংসে বিরাট কোহলিকে শূন্যে আউট করে জিমি ছুঁয়ে ফেলেন ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলেকে (Anil Kumble)। তৃতীয় দিন কেএল রাহুল ও শার্দূল ঠাকুরকে আউট করার পর জিমি টপকে গেলেন কুম্বলেকে।
James Anderson, at 39, becomes the third-highest wicket-taker in Test cricket ?#ENGvIND | #WTC23 pic.twitter.com/vo874jWePa
— ICC (@ICC) August 6, 2021
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকার শীর্ষে রয়েছেন মুথাইয়া মুরলীধরন। ২৩০টি টেস্ট ম্যাচে খেলে মুরলীধরনের উইকেট সংগ্রহ ৮০০টি। দ্বিতীয় স্থানে রয়েছেন শেন ওয়ার্ন। তিনি ১৪৫ টেস্টে ৭০৮টি উইকেট নিয়েছেন। অনিল কুম্বলের ঝুলিতে রয়েছে ১৩২টি টেস্টে ৬১৯টি উইকেট।
Our ? keeps climbing…
Scorecard/clips: https://t.co/SbgHgb4Cm2
??????? #ENGvIND ?? pic.twitter.com/iSn7McR0pM
— England Cricket (@englandcricket) August 6, 2021
ভারতের প্রথম ইনিংসে ৫৪ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন অ্যান্ডারসন। এই ম্যাচে খেলার পাশাপাশি ইংল্যান্ডের হয়ে ১৬৩টি ম্যাচে খেলা হয়ে গেল জিমির।